অটোক্যাডের কমান্ড সমূহ

অটোক্যাড ডিজাইনিং এর জন্য একটি অতি প্রয়োজনীয় সফটওয়্যার যা দ্বারা 2D এবং 3D ডিজাইন করা যায়। এই সফটওয়্যার একাধিক পদ্ধতিতে কাজ করতে এবং দক্ষতার সাথে ড্রইং করতে বিভিন্ন কমান্ড ও শর্টকাট কি সাপোর্ট করে। তাই অটোক্যাডে ব্যবহার করা কিছু উল্লেখযোগ্য কমান্ড নিয়ে এখানে আলোচনা করা হল যেগুলি জানা থাকলে অটোক্যাড সফটওয়্যারে দক্ষতা বাড়বে। 

বহুল প্রচলিত কয়েক ধরনের কমান্ড হচ্ছে:

১. ড্রইং কমান্ড

২. এডিটিং কমান্ড

৩. টেক্সট ও এনোটেশন কমান্ড

৪. অবজেক্ট ম্যানিপুলেশন কমান্ড

কিছু ড্রইং কমান্ড এর তালিকা ও ব্যবহার হল: 

কমান্ড

টুলস

ব্যবহার

L Line লাইন আকার জন্য ব্যবহার হয়
C Circle বৃত্ত আকার জন্য ব্যবহার হয়
H Hatch একটি আবদ্ধ ক্ষেত্রে রং বা গ্রেডিয়েন্ট দিতে ব্যবহার হয়
PL Polyline পলিলাইন তৈরি করতে ব্যবহার হয়
AR Array নির্দিষ্ট প্যাটার্নে একটি অবজেক্টের কতগুলো কপি তৈরি করতে ব্যবহার হয়। 

কিছু এডিটিং কমান্ড এর তালিকা ও ব্যবহার হল: 

কমান্ড

টুলস

ব্যবহার

O Offset কোন লাইনের প্যারালাল কপি তৈরি করতে ব্যবহার হয়
TR Trim অপ্রত্যাশিত অংশ ছাঁটাই করতে ব্যবহার হয়
SC Scaling অবজেক্টের আকার ছোট বড় করতে ব্যবহার হয়
PE Polyline edit পলিলাইন এডিট করতে ব্যবহার হয়
F Fillet কোন শীর্ষবিন্দুর ধার গোলাকার করতে ব্যবহার হয়

কিছু টেক্সট ও এনোটেশন কমান্ড এর তালিকা ও ব্যবহার হল: 

কমান্ড

টুলস

ব্যবহার

T Text কিছু লিখতে ব্যবহার হয়
DIM Dimension মাত্রা যুক্ত করতে ব্যবহার হয়
ME Measure পরিমাপ করতে ব্যবহার হয়
TB Table টেবিল তৈরি করতে ব্যবহার হয়

কিছু অবজেক্ট ম্যানিপুলেশন কমান্ড এর তালিকা ও ব্যবহার হল: 

কমান্ড

টুলস

ব্যবহার

DIV Divide কোন একটি লাইন সমান অংশে ভাগ করতে ব্যবহার হয়
G Group কিছু অবজেক্ট একসাথে যুক্ত করে রাখতে ব্যবহার হয়
J Join আলাদা লাইন গুলো যুক্ত করতে ব্যবহার হয়
CH Change property কোন লাইনের বৈশিষ্ট্য যেমন লেয়ার রং, লেয়ার টাইপ ইত্যাদি পরিবর্তন করতে ব্যবহার হয়

কমান্ড ব্যবহারের সুবিধা: কমান্ড গুলো ব্যবহার করতে পারলে রিবন বার ক্লোজ করে ওয়ার্কিং স্পেস বাড়িয়ে কি বোর্ড থেকে কমান্ড দিয়ে কাজ করা যায়। অর্থাৎ ব্যবহারকারী রিবন বার ছাড়াই কাজ করতে পারে। অন্য দিকে শার্ট কাট কমান্ডগুলো জানা থাকলে কাজের সময় কমে ও কাজের গতি বাড়ে। তাই দক্ষতার সাথে কাজ করতে হলে অটোক্যাডে কমান্ড এর ব্যবহার জানা অতি প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *