অটোক্যাড অটোডেস্ক কোম্পানির একটি সফটওয়্যার যা 2D এবং 3D ড্রইংয়ের জন্য বহুল ব্যবহৃত। আর অটোক্যাডে অফার করা অসংখ্য টুল গুলোর মধ্যে এক্সপ্রেস টুলস গুলো অনেক শক্তিশালী ফিচার হিসেবে দাঁড়িয়ে আছে। এই ব্লগের আলোচ্য বিষয় অটোক্যাডের এক্সপ্রেস টুল সম্পর্কে।
এক্সপ্রেস টুল কি?
অতিরিক্ত কমান্ড বা ফাংশনের একটি কালেকশন যা মূল অটোক্যাড প্যাকেজের অংশ নয় কিন্তু নির্দিষ্ট কাজের জন্য অতিরিক্ত সুবিধা প্রদান করে এমন টুলস গুলো কে এক্সপ্রেস টুলস বলা হয়। এই টুলের উদ্দেশ্য হল যে কাজ গুল ফ্রিকুয়েন্টলি করা হয় সেই কাজ গুলো স্বয়ংক্রিয় ভাবে করে সময় ও শ্রম সাশ্রয় করা। জটিল কাজ গুলো শর্ট কাটে করার চেষ্টা করা।
বিভিন্ন প্যানেলে ব্যবহার করা কিছু এক্সপ্রেস টুলের ব্যবহার উল্লেখ্য করা হল।
১. ব্লক অ্যাট্রিবিউট ম্যানেজার
উদ্দেশ্য: ব্লকের সাথে সম্পর্কিত বৈশিষ্ট্যগুলো পরিচালনা ও সম্পাদনা করা।
ব্যবহার: এটি অ্যাট্রিবিউটের প্রোপার্টি গুলো ব্লক থেকে এডিট করার সুযোগ দেয়।
২. ডাটা এক্সট্রাকশন
উদ্দেশ্য: এটি ড্রইং থেকে ডাটা উদ্ধার করতে পারে।
ব্যবহার: এটি ডিজাইন থেকে তথ্য বের করে টেবিল বা কোন এক্সটারনাল ফাইল (যেমন এক্সেল শিট) তৈরি করে। এটি শিডিউল, পরিমাণ, ও অন্যান্য টেবুলার ডাটা বের করতে ব্যবহার হয়।
৩. ওভারকিল
উদ্দেশ্য: অপ্রয়োজনীয় বা ওভারল্যাপ হওয়া অবজেক্ট ক্লিন করা।
ব্যবহার: ডুপ্লিকেট অবজেক্ট গুলো একত্রিত করে অপ্রয়োজনীয় অবজেক্ট গুলো মুছে ফেলে এতে অঙ্কন সরলীকরণ হয় অন্যদিকে ফাইলের আকার কমে আসে।
৪. টেক্সট টু ফ্রন্ট
উদ্দেশ্য: টেক্সট অবজেক্ট গুলো অন্য সব অবজেক্টের সামনে নিয়ে আসে।
ব্যবহার: টেক্সট অবজেক্ট যখন অন্যান্য উপাদান দ্বারা অস্পষ্ট হয়ে যায়, সেগুলো সুস্পষ্ট করার জন্য টেক্সটের ড্র অর্ডার অ্যাডজাস্ট করে।
৫. স্কেল লিস্ট এডিট
উদ্দেশ্য: অটোক্যাডে স্কেল তালিকা ম্যানেজ ও এডিট করা।
ব্যবহার: এটি দিয়ে স্কেল তালিকায় নতুন স্কেল যুক্ত করণ, অপসারণ ও সংশোধন করা যায়।
৬. ডাইমেনশন স্পেস
উদ্দেশ্য: ডাইমেনশন লাইনের ব্যবধান অ্যাডজাস্ট করা।
ব্যবহার: ডাইমেনশন গুলো সারিবদ্ধ করা এবং তাদের মধ্যে দূরত্ব নিয়ন্ত্রণ করা যায়।
যেহেতু এই টুল গুলো ব্যবহার করে আমরা উপকৃত হতে পারি তাই এই টুল গুলোর ব্যবহার আমরা শিখার চেষ্টা করব।