অটোক্যাডে প্লটিং এবং প্রিন্টিং প্রক্রিয়া

অটোক্যাড 2D এবং 3D ডিজাইনিং এর জন্য সর্বাধিক জনপ্রিয় সফটওয়্যার। তাই অন্যান্য সফটওয়্যারের মত অটোক্যাডও প্লটিং ও প্রিন্টিং সুবিধা দিয়ে থাকে। যেহেতু কোন প্রজেক্টের ডিজাইন ও ডকুমেন্ট সাবমিশন বা প্রেজেন্টেশনের মত গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার পূর্বে হার্ড কপি প্রিন্টিং করা হয়ে থাকে। তাই অটোক্যাডের 2D এবং 3D ডিজাইনিং গুলো প্রিন্টিং প্রক্রিয়া সম্পর্কে জানা আমাদের জন্য জরুরি।

প্লটিং প্রক্রিয়া চালু করার পূর্বে আমাদের যে ধাপ গুলো অনুসরণ করতে হবে তা হলঃ 

১। ড্রইং ইউনিট ও স্কেলিং সেট করাঃ প্লটিং এর পূর্বে ব্যবহারকারীকে চেক করে নিতে হবে তার ড্রইং ইউনিট ও স্কেলিং ঠিক আছে কিনা। 

২। লেয়ার ও লাইন ওয়েটঃ ড্রইং এর লেয়ার গুলো বিন্যাস ঠিক আছে কিনা তা দেখে নিতে হবে সেই সাথে স্ট্যাটাস বার থেকে লাইন ওয়েট মুডটি চালু করে ড্রইং এর লাইন গুলোর ওয়েট ঠিক আছে কিনা দেখে নিতে হবে। 

৩। টাইটেল ব্লক ও লেআউটঃ সবকিছু ঠিক থাকলে টাইটেল ব্লক ইনসার্ট করে ওয়ার্কস্পেস ‘মডেল’ পরিবর্তন করে লেআউট অপশনে গিয়ে প্রিন্ট প্রিভিউ দেখে নিয়া যাবে। 

প্লটিং প্রক্রিয়াঃ যদি ড্রইং সেট-আপ ঠিক সব ঠিক থাকে তবে প্রিন্ট করতে নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে। 

১। কি বোর্ড থেকে PLOT টাইপ করে প্লট ডাইয়ালগ বক্সটি ওপেন করতে হবে। 

২। ফাইলের ফরমেট সিলেক্ট করে (PDF, DWG) প্রিন্টিং অথবা প্লটিং ডিভাইস সিলেক্ট করতে হবে। 

৩। পেপার এর সাইজ নির্ধারণ করে সেখানে ডিজাইনের অরিয়েন্টেশন নির্ধারণ করতে হবে। অর্থাৎ ডিজাইনটি পেপারের কথায় থাকবে টপ, বটোম নাকি সেন্টারে পজিশনে তা নির্ধারণ করা। 

৪। প্লট এরিয়া নির্ধারণ করতে হবে যা উইন্ডো বা ডিসপ্লে অপশন ব্যবহার করে করা যাবে। 

৫। প্লট প্যারামিটার সেট করে অর্থাৎ ফাইলের পেইজ সংখ্যা ও কপি সংখ্যা নির্ধারণ করে প্রিন্ট শুরু করা যাবে তবে প্রিন্ট চালু করার পূর্বে প্রিভিউ অপশন থেকে প্রিন্টেড কপির নমুনা চেক করে নেয়া যাবে। 

পরিশেষে অটোক্যাড প্লটিং ও প্রিন্টিং প্রোফেশনাল ড্রইং এর জন্য একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। কারণ একটি প্রজেক্টে ডিজাইনের ডকুমেন্টেশন ও কোয়ালিটি কন্ট্রোল করতে হলে এই প্রক্রিয়ার কোন বিকল্প নেই। এছাড়া প্রিন্টিং এর মাধ্যমে ডিজাইন রিভিউ ও প্রজেক্টে মেম্বারদের মাঝে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা নিশ্চিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *