অটোক্যাড প্লাগইন হচ্ছে একটি এক্সটারনাল টুলস যা অটোক্যাডে বা এ জাতীয় কোন ক্যাড সফটওয়্যারে যুক্ত করার মাধ্যমে আমরা কিছু এক্সট্রা ফিচার যুক্ত করতে পারি। অর্থাৎ প্লাগইনগুলি যা প্লাগ অন, প্লাগ অ্যাড নামেও পরিচিত সফটওয়্যারের বৈশিষ্ট্যগুলিকে উন্নত করার জন্য ব্যবহার করা হয়৷
প্লাগইন এর কিছু সুবিধা হলঃ
১। নতুন ফিচার যুক্ত করা সহজ
২। মেইন সফটওয়্যারের সাইজ কম থাকে।
৩। এর মাধ্যমে থার্ড পার্টি সফটওয়্যারের এক্সট্রা ফিচার তৈরি করে ব্যবহার করা যায়।
৪। ব্যবহারকারীরা নিজেদের মত সফটওয়্যার কাস্টমাইজ করতে পারে।
অটোক্যাড এমন একটি সফটওয়্যার যা প্রচুর সংখ্যক প্লাগইন সমর্থন করে। এই প্লাগইন গুলো বিভিন্ন প্লে স্টোর থেকে ডাউনলোড ও ব্যবহার করা যায়। অটোক্যাডের অধিকাংশ প্লাগইন ফ্রি ডাউনলোড ও ব্যবহার করা যায়। কোন ধরনের প্লাগইন ব্যবহার করতে হবে তা প্লাগইন এর ফিচার এর উপর নির্ভর করে। নিচে কিছু প্লাগইন নিয়ে আলোচনা করা হল।
১। AVCAD: একটি পেইড সফটওয়্যার যা এক গুচ্ছ প্লাগইন অফার করে যার মাধ্যমে ব্লক স্কিমেটিকের মধ্যে সংযোগ তৈরি যায়। এই প্লাগইন গুলো ক্যাড সফটওয়্যারে বিভিন্ন টুলস যুক্ত করে যেমন ব্লক স্কিম্যাটিক টুলস, র্যাক লেআউট টুলস, রিপোর্ট টুলস এবং ইউজার ডাটাবেজ অনেক কোম্পানি তাদের কাজে এই প্লাগইন ব্যবহার করছে।
২। Spatial Manager: এটি এমন একটি প্লাগইন যা ক্যাড সফটওয়্যারে বিভিন্ন তথ্য এক্সপোর্ট ও ইম্পোর্ট করতে সাহায্য করে। এটি গুগল আর্থ, জিপিএস, এক্সেল, অ্যাক্সেস ইত্যাদি ফাইলে ডাটা ইম্পোর্ট করার অনুমতি দেয়। এছাড়া এটি গুগল আর্থ, শেপ ফাইল, ম্যাপ ফাইল ইত্যাদিতে ডেটা রপ্তানি করতে সাহায্য করে।
৩। Mark: এটি এমন একটি প্লাগইন যা ড্রইং ফিল্ডে দ্রুত একটি টেক্সট যুক্ত করতে অনুমতি দেয়। এছাড়া আরও কিছু ফিচার আছে যেমন ড্রইং এ লেভেল যুক্ত করা, অ্যাট্রিবিউট সহ ব্লক যুক্ত করা, জ্যামিতিক কেন্দ্র গণনা ইত্যাদি।
৪। Mplot: এটি একটি প্লাগইন যা ব্যবহারকারীদের একটি ধাপে একাধিক ড্রইং প্রিন্টআউট করার অনুমতি দেয়। এটির মাধ্যমে প্লটিং খুব সহজ হয়ে যায় এবং এটি প্লট স্টাইল প্লট সাইজ নির্ধারণ করার ফিচার যুক্ত করে।
৫। IMG Convert: এটি বহিরাগত কোন ছবি বা IMG ফাইল অটোক্যাডে ব্লকে রুপান্তর করতে সাহায্য করা। এভাবে ড্রইং এ চিত্র বা ছবি সংযুক্ত করা যায় এবং প্রায় সব ধরনের রঙিন ও সাদাকালো ছবি সমর্থন করে।
এই ব্লগে আমরা এমন কিছু প্লাগইন সম্পর্কে জানলাম যা অটোক্যাডের সাথে যুক্ত হয়ে ব্যবহার কারীকে বিভিন্ন এক্সট্রা ফিচার ব্যবহারের অনুমতি দেয়। মার্কেটে অসংখ্য প্লাগইন থাকলেও আমরা আমাদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় প্লাগইন গুলো খুঁজে বার করে ব্যবহার করতে পারি। অটোডেস্কে এইসব প্লাগইন বিনা মূল্যে পাওয়া যায়।