অটোক্যাড এমন একটি সফটওয়্যার যেখানে 2D এবং 3D উভয় ডিজাইন করা সম্ভব। কিন্তু কোন 3D ডিজাইন যখন আমরা হার্ড কপি বা লেআউটে উপস্থাপন করি তখন আমাদের ঐ 3D ডিজাইনটিই 2D ফরমেটে প্রকাশ করতে হয়। কারণ আমাদের ব্যবহার করা হার্ড কপি পেপারটি একটি 2D ফরমেটের অবজেক্ট সেখানে 3D ফরমেশন সম্ভব না। তাই যেই পদ্ধতিতে অটোক্যাডে একটি 3D অবজেক্ট 2D ফরমেটে প্রকাশ করা হয় সেই পদ্ধতিকে আমরা বলি ওর্থোগ্রাফিক প্রজেকশন। আজকের ব্লগে আমরা ওর্থোগ্রাফিক প্রজেকশন নিয়েই আলোচনা করছি।
সংজ্ঞাঃ ওর্থোগ্রাফিক প্রজেকশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে 3D একটি অবজেক্টের বিভিন্ন তলের ভিউ ( যেমন টপ, ফন্ট আর সাইড ভিউ) তৈরি করে 2D ফরমেটে প্রকাশ করা হয়।
ব্যবহারঃ এটি ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ও মেনুফেকচারিং ডিজাইনে কোন ড্রইং এর স্পষ্ট ও নির্ভুল উপস্থাপনের জন্য ব্যবহার করা হয়। বিশেষ করে 3D অবজেক্ট সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এটি প্রয়োজন।
অটোক্যাড কমান্ডঃ কয়েকটি কমান্ড ব্যবহার করে আমরা ওর্থোগ্রাফিক প্রজেকশন তৈরি করতে পারি। সেই কমান্ড গুলো হচ্ছে VIEWBASE, (যা একটি 3D মডেলের বেস ভিউ তৈরি করে) VPORTS, (যা ব্যবহারকারীকে লেআউটে মাল্টিপল ভিউ দেখার সুযোগ তৈরি করে) PLAN (এই কমান্ডটির মাধ্যমে প্লেন ভিউ দেখা যায়) PROJECTGEOMETRY ইত্যাদি।
সুবিধাঃ ওর্থোগ্রাফিক প্রজেকশন ব্যবহারের সুবিধা হচ্ছে জটিল সব ডিজাইনের সহজ, পরিষ্কার, স্পষ্ট ও নির্ভুল উপস্থাপন। এর মাধ্যমে একটি অবজেক্টের যে ভিউ গুলো দেখা যায় তাহলো ফ্রন্ট ভিউ, টপ ভিউ, সাইড ভিউ ইত্যাদি এছাড়াও বটম ভিউ, রেয়ার ভিউ এবং অক্সিলারি ভিউ অফার করে।
অটোক্যাডে অর্থোগ্রাফিক প্রজেকশনের তৈরি করতে যে ধাপ গুলো অনুসরণ করতে হবেঃ
১। ড্রইং ওয়ার্ক স্পেস তৈরি করাঃ অর্থাৎ ড্রইং শুরুর পূর্বে ইউনিট, লিমিট, লেয়ার সেট আপ ইত্যাদি প্রক্রিয়া গুলো সম্পন্ন করা।
২। কাঙ্ক্ষিত অবজেক্টটি অঙ্কন করা।
৩। ভিউ জেনারেট করাঃ অর্থাৎ যদি 3D অবজেক্ট হয় তবে পূর্বে উল্লেখকৃত কমান্ড গুলো ব্যবহার করে ব্যবহারকারী প্রয়োজনীয় ভিউ তৈরি করতে পারে। ভিউ গুলো 2D ফরমেটে দেখা যায় প্রতিটি ভিউ এর প্লেন বা তলের মাঝে ৯০ ডিগ্রি কোণ থাকে।
৪। টিকা সংযোজনঃ অর্থাৎ যখন ভিউ গুলো তৈরি হবে প্রতিটি ভিউতে প্রয়োজনীয় ডাইমেনশনিং ও অন্যান্য এনোটেশন সংযুক্ত করতে হবে যেন ডিজাইনটি স্পষ্টভাবে উপস্থাপন হয় ও প্রতিটি অংশ ভিজুয়ালাইয করে একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়।
পরিশেষে, যেহেতু প্রডাকশন, মেনুফেকচারিং ও ইঞ্জিনিয়ারিং ডিজাইনে বহুলাংশে 3D ড্রইং করা হয় এবং ওর্থোগ্রাফিক প্রজেকশন ছাড়া 3D ড্রইং সফটওয়্যারের বাইরে উপস্থাপন সম্ভব না তাই ডিজাইনারদের এই অটোক্যাডের মৌলিক টুলটি সম্পর্কে ধারণা থাকা আবশ্যক।