ছাত্রজীবনে অটোক্যাড এর গুরুত্ব

অটোক্যাড একটি বাণিজ্যিক সফটওয়্যার হলেও ছাত্রদের ক্ষেত্রেও এই সফটওয়্যারের প্রয়োজনীয়তা রয়েছে। সেই উপলব্ধি থেকে অটোডেস্ক কোম্পানি এই সফটওয়্যারটি ছাত্রদের জন্য ফ্রি অপশন রেখেছে। অটোক্যাড এর স্টুডেন্ট ভার্সন সম্পূর্ণ কমার্শিয়াল ভার্সনের মতই। এছাড়া অটোডেস্ক কোম্পানি ছাত্র, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে লাইসেন্স প্রদান করে। 

বর্তমান সময়ে একজন শিক্ষার্থীর যে দক্ষতা থাকা আবশ্যক সেগুলোর মধ্যে ডিজিটাল লিটারেসি অন্যতম। আর অটোক্যাড স্কিল ডিজিটাল লিটারেসি হিসেবে একটি গুরুত্বপূর্ণ অপশন হতে পারে। যে কারণে ছাত্রদের অটোক্যাড শিখা জরুরি তা হলঃ

১। টেকনিক্যাল স্কিল বৃদ্ধি: 

অটোক্যাডের নির্ভুল ড্রইং, ড্রাফটিং এবং মডেলিং এ দক্ষতা অর্জন করতে যে কোন ব্যক্তিকে টেকনিক্যাল দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাই একজন ছাত্র যখন অটোক্যাডে পারদর্শী হয়, তখন অবশ্যই তার মধ্যে টেকনিক্যাল স্কিল বৃদ্ধি পাবে যা বর্তমান সময়ে ছাত্রদের এগিয়ে যাওয়ার জন্য অত্যাবশ্যক। 

২। ডিজাইনিং ক্যাপাবিলিটি বৃদ্ধি করতে: 

ছাত্ররা যদি এই সফটওয়্যার ব্যবহার করে ডিজাইনিং প্র্যাকটিস করে তাহলে তাদের ডিজাইনিং দক্ষতা বৃদ্ধি পাবে। এমনকি তাদের প্যাশন থাকলে তারা ছাত্র জীবনেই প্রফেশনাল ড্রইং এ পারদর্শিতা অর্জন করতে পারে। তারা নিজ নিজ ফিল্ড অনুযায়ী এই সফটওয়্যার নিয়ে কাজ করতে পারেন। যেহেতু এটি সিভিল, আর্কিটেকচার, মেকানিক্যাল, ইলেকট্রিকাল ব্যাকগ্রাউন্ডের সবাই ব্যবহার করতে পারে। 

৩। প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে: 

সফটওয়্যারটিতে লেয়ার, ব্লক এবং টেমপ্লেটের মতো অনেক ধরনের টুলস আছে যেগুলোর ব্যবহার শিখে ছাত্ররা তাদের ক্রিয়েটিভিটি বৃদ্ধি করতে পারে। সেই সাথে অধিক অনুশীলনের দ্বারা নিজেদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করতে পারে। 

৪। প্রব্লেম সল্ভিং স্কিল বৃদ্ধি: 

অটোক্যাড টুলস ও ফাংসন গুলো ব্যবহার করে কাজ করতে বিশেষ ধরনের চিন্তা শক্তির প্রয়োজন হয়। ঐ চিন্তা শক্তিকে আমরা প্রব্লেম সল্ভিং স্কিল বলতে পারি। অটোক্যাড এর মাধ্যমে যেহেতু বাস্তব ধর্মী ডিজাইন তৈরি হয় এবং বাস্তব ধর্মী ডিজাইন করতে অবশ্যই প্রব্লেম সল্ভিং স্কিল গড়ে তুলতে হয়। অটোক্যাড নিয়ে যদি ছাত্ররা কাজ করে তবে তাদের প্রব্লেম সল্ভিং স্কিল বৃদ্ধি পাবে। 

৫। এডভান্সড সফটওয়্যার এর জন্য প্রস্তুত হওয়া:

অটোক্যাড শেখার মাধ্যমে অন্যান্য এডভান্সড  সফটওয়্যার যেমন ক্যাড টুল, রিভিট, সলিড-ওয়ার্ক এবং থ্রিডি ম্যাক্স পরিচালনার জন্য নিজেকে প্রস্তুত করা যায়। অর্থাৎ একজন অটোক্যাডে দক্ষ ব্যক্তির জন্য উল্লিখিত এডভান্সড সফটওয়্যারগুলো ব্যবহার করা খুব সহজ হবে। 

৬। ক্যারিয়ার অপরচুনিটিঃ 

অটোক্যাড-এ দক্ষতা অর্জনকারী ব্যক্তির আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্টেরিয়র ডিজাইন এমন কি আরবান প্লানিং এর জন্য নিজেকে তৈরি করতে পারে। সুতরাং অটোক্যাড-এ দক্ষতা একজন ব্যক্তিকে তার ক্যারিয়ারে বৃহৎ আকার কাজের রাস্তা খুলে দেয়। এছাড়া নির্দিষ্ট ফিল্ডের নিয়োগকর্তারা বিশেষভাবে অটোক্যাডে দক্ষ প্রার্থীদের প্রাধান্য দেন। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *