প্যারামেট্রিক কনস্ট্রেইন্ট

ক্যাড ডিজাইন ভিত্তিক সফটওয়্যার অটোক্যাড ইঞ্জিনিয়ার ও আর্কিটেকদের কাছে ডিজাইনের ভিত্তি প্রস্তর হিসেবে দাঁড়িয়ে আছে। এই সফটওয়্যারের অন্যতম একটি ফিচার প্যারামেট্রিক কনস্ট্রেইন্ট যা ডিজাইনের জ্যামিতিক উপাদান গুলোর মধ্যে কিছু ফাংশনালিটি যুক্ত করে ডিজাইনিং জগতে বিপ্লব ঘটিয়েছে। তাই এই ব্লগের আলোচ্য বিষয় প্যারামেট্রিক কনস্ট্রেইন্ট।

প্যারামেট্রিক কনস্ট্রেইন্ট কি?

অটোক্যাডে যে টুলস গুলো একটি ড্রইং এর জ্যামিতিক উপাদান গুলোর মধ্যে কিছু জ্যামিতিক নিয়ম ও সম্পর্ক প্রয়োগ করে ডিজাইনটির আকৃতি অবিকৃত রাখে সেই টুলস গুলোকে বলা হয় প্যারামেট্রিক কন্সট্রেইন্ট। যেমন আমরা অটোক্যাডে দুইটি লাইন ড্র করে যদি তাদের উপর প্যারালাল ফিচারের একটি প্যারামেট্রিক কন্সট্রেইন্ট প্রয়োগ করি তবে ওই দুইটি লাইনের একটির ডিরেকশন পরিবর্তন করলে একই সাথে দুইটি লাইনের ডিরেকশন সিমেট্রিকেলি পরিবর্তন হবে। অথবা আমরা ইকুয়াল ফিচার অ্যাপ্লাই করে লাইন দুইটি লেন্থ সমান রাখতে পারি।

প্যারামেট্রিক কনস্ট্রেইন্টের প্রকারভেদ:

অটোক্যাডে ভিন্ন প্যারামেট্রিক কনস্ট্রেইন্ট গুলো ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। তাদের মধ্যে কিছু কনস্ট্রেইন্ট হল

১. জিওমেট্রিক কনস্ট্রেইন্ট: এখানে হরিজন্টাল, ভার্টিক্যাল, প্যারালাল, কনসেন্ট্রিক রিলেশনের মত কনস্ট্রেইন্ট রয়েছে। এরা অবজেক্টের মৌলিক বৈশিষ্ট্য গুলো বজায় রাখে এবং নকশায় পরিবর্তন আনলে নকশার আকৃতি অবিকৃত রাখে।

২. ডাইমেনশনাল কনস্ট্রেইন্ট: এটি বস্তুর আকার ও আকৃতি নিয়ন্ত্রণ করতে বস্তুর দৈর্ঘ্য, কোণ, দূরত্ব ইত্যাদি অন্যান্য মাত্রা গুলো স্পষ্ট ভাবে নির্ধারিত না হওয়া পর্যন্ত স্থির রাখে। একটি মাত্রার সাথে আরেকটি মাত্রার সম্পর্ক তৈরি করে ডিজাইন ধারাবাহিকতা বজায় রাখে।

  1. সুবিধা: যখন ডিজাইন বা স্কেচ তৈরি করার সময় আমরা কনস্ট্রেইন্ট গুলো অ্যাপ্লাই করে বিভিন্ন অবজেক্টের মধ্যে আমাদের চাহিদা অনুযায়ী সম্পর্ক নির্ধারণ করে দেই, তখন আমাদের পুরো ডিজাইনের যে কোন অংশে পরিবর্তন বা মডিফিকেশন করা সহজ হয়। কারণ তখন ডিজাইনে নির্ধারিত কিছু বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকে।

সুতরাং অটোক্যাডে দক্ষতা অর্জন করতে প্যারামেট্রিক কনস্ট্রেইন্ট সম্পর্কে ধারণা থাকা অত্যাবশ্যক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *