ভূমিকা: অটোক্যাডে শিট সেট হল ড্রইং বা লেআউট গুলোর একটি কালেকশন বা সেট। শিট সেট সাধারণত একটি প্রজেক্টের একাধিক ডিজাইন যেগুলো একটি আরেকটির সাথে সম্পর্কিত সেই ড্রইং গুলো প্লটিং করতে ব্যবহার হয়। এতে শিট সেটের প্রতিটি শিট সুসংগঠিত ও ধারাবাহিক ভাবে উপস্থাপন করা যায়। এটি ডকুমেন্টেশন প্রক্রিয়া শক্তিশালী করে। সুতরাং এই ব্লগের আলোচ্য বিষয় শিট সেট।
সুবিধা:
১. সংগঠিত উপস্থাপন: শিট সেটের প্রতিটি শিট একটি মাস্টার শিট ফাইলের সাথে লিংক এর মাধ্যমে যুক্ত থাকে। ফলে সকল ড্রইং ও লেআউট গুলো একটি গ্রুপের অন্তর্ভুক্ত হয়ে সংগঠিত হয়। এই সংগঠিত ফাইল গুলো ব্যবহার কারীকে তথ্য অনুসন্ধান করতে সাহায্য করে।
২. স্বয়ংক্রিয় আপডেট: শিট সেটের প্রতিটি শিটের মধ্যে সংযোগ থাকায় একটি শিটে কোন তথ্য আপডেট করলে সবগুলো শিটে তা অটোমেটিক আপডেট হয় ও ম্যানুয়াল ডাটা এন্ট্রির সমস্যা দুর করে।
৩. ডকুমেন্টেশন: শিট সেট ব্যবহারকারী একই সাথে একাধিক শিট প্লট করতে পারে এবং অন্যান্য বৈশিষ্ট্য ডকুমেন্টেশন করতে সাহায্য করে।
শিট সেট তৈরির প্রক্রিয়া:
১. শিট সেট ম্যানেজার ব্যবহার করে একটি শিট সেট তৈরি করতে হবে। এটি তৈরি করতে একটি টেমপ্লেট ফাইল ব্যবহার হয় যা আগে থেকে একটি টাইটেল ব্লক তৈরি করে সেভ করে রাখতে হবে।
২. শিট সেটে প্রয়োজনীয় শিট যুক্ত করে প্রতিটি শিটে ভিউ পোর্ট ব্যবহার করে ডিজাইন গুলো যুক্ত করতে হবে।
৩. শিট সেটের প্রতিটি শিটে লেভেল ব্লক ও কল আউট ব্লক যুক্ত করে শিটের বৈশিষ্ট্য, শিট নাম্বার ইত্যাদি নির্ধারণ করতে হবে।
৪. শিট সেট সম্পূর্ণ তৈরি হয়ে গেলে শিটের বৈশিষ্ট্য গুলো কনফিগার করে প্রিন্ট প্রিভিউ অপশন থেকে শিট গুলো চেক করা যাবে।
পরিশেষে, অটোক্যাডে জটিল প্রজেক্টে পরিচালনা ও সংগঠিত করতে শিট সেট ব্যবহার করা হয়। তাই ক্রমান্বয়ে নিজেকে দক্ষ করতে, ক্যারিয়ার গ্রোথ ত্বরান্বিত করতে বড় প্রজেক্টে গুলোতে কাজ করতে হলে অটোক্যাডে শিট সেটের উপর দক্ষতা থাকা জরুরি।