অটোক্যাড ড্রাফ্‌টিং পরিচিতি

  1. অটোক্যাড  কী? 

অটোক্যাড একটি ডিজাইনিং এবং ড্রাফটিং সফটওয়্যার, যা ব্যবহার করে দ্বিমাত্রিক (2D) এবং ত্রিমাত্রিক (3D) মডেল তৈরি করা হয় এটি যেকোনো ধরনের জ্যামিতিক মডেল, লে-আউট, ডিজাইন তৈরি করতে সক্ষম। অটোক্যাডের প্রথম ভার্সনটি ১৯৮২ সালে তৈরি হয়েছিল John Walker এর নির্দেশনায়। এর পূর্বে প্রোগ্রামারদের অন্য একটি দল Michael Riddle সফটওয়্যারটি ডিজাইন করেছিলেন। John Walker এর অটোডেস্ক কোম্পানি এখন ডিজাইনিং, মডেলিং, রেন্ডারিং এবং অ্যাপ্লিকেশনের উপর ফোকাস করে অনেক সফটওয়্যার এবং সার্ভিস প্রোভাইড করছে 

সময়ের সাথে অটোক্যাডে যে সব নতুন নতুন ফিচার যুক্ত যুক্ত হয়ে ডিজাইনিং সহজ হতে চলেছে তার কিছু উদাহরণ হলঃ 

১। স্বয়ংক্রিয় ডাইমেনশনিং সিস্টেম যাকে কুইক ডাইমেনশন বলা হয়।

২। স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের সাথে লিঙ্ক যুক্ত করার সক্ষমতা অর্জন। 

৩। কাস্টম ভিউ সংরক্ষণ করার সক্ষমতা অর্জন। 

৪। ডাইনামিক ব্লক তৈরি করার সক্ষমতা অর্জন। 

৫। অবজেক্ট, ব্লক এবং অ্যাট্রিবিউট থেকে ডাটা বের করার ক্ষমতা এবং ম্যাট্রিক্স সৃষ্টি ইত্যাদি। 

এছাড়া থ্রিডি মডেলিং অন্যান্য সুবিধা আছে।

কেন আমরা অটোক্যাড শিখব?

বর্তমান সময়ে ইন্ডাস্ট্রিতে অটোক্যাড এর ব্যবহার লক্ষ্য করলে এটির জনপ্রিয়তার নিয়ে কেউ প্রশ্ন করতে পারবে না। সিভিল, মেকানিক্যাল, আর্কিটেকচার, ইলেক্ট্রিক্যাল সব বিভাগে এই সফটওয়্যার এর বিকল্প কিছু এখনও জনপ্রিয় হয়ে ওঠেনি তাই প্রকৌশলীদের নকশা তৈরি বা ডিজাইনিংয়ের জন্য অটোক্যাডের কাজ জানা থাকা আবশ্যক। অটোক্যাডে দক্ষতা অর্জন করলে যে সুবিধা পাওয়া যাবে সেগুলো হল: 

দক্ষতা বৃদ্ধি:

এই সফটওয়্যারে পারদর্শী হলে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টরের অধিকাংশ কাজগুলো করার যোগ্যতা অর্জিত হবে এবং নিজেকে একজন দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলা সহজ হবে।  

ক্যারিয়ার বুস্টিং:

আপনি যদি অটোক্যাডে ডিজাইন এবং ডিজাইনিংয়ের সাথে বাস্তবের ভিজুয়ালাইজেশন দক্ষ ভাবে করতে পারেন তাহলে ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় প্রোজেক্ট এর কাজ করতে সক্ষম হবেন এবং আপনার ক্যারিয়ারের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো সহজ হবে। তাই ক্যারিয়ার গ্রোথে করতে এই সফটওয়্যারে অসামান্য দক্ষতা অর্জন জরুরি। 

ক্রিয়েটিভিটি বৃদ্ধি:

নিজেকে একজন ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ার হিসেবে প্রমাণ করতে এই সফটওয়্যার এর বিকল্প নেই। কারণ অটোক্যাডের মাধ্যমে জটিল সব নকশা অনেক দ্রুততা কৌশল ব্যবহার করে করা যায়। যা বিকল্প কোন পদ্ধতিতে সম্ভব না। তাই উদ্ভাবনী দক্ষতা বৃদ্ধি করতে এই সফটওয়্যার জানা জরুরি অন্যথায় প্রতিযোগিতার এই যুগে পিছিয়ে থাকতে হবে। 

ডিজাইন  সহজ করতে:

অটোক্যাড উদ্ভাবনের আগে ডিজাইনাররা হাত দিয়ে স্কেচ এবং মডেলগুলি ডিজাইন তৈরি করত, যা একটি ঝামেলাপূর্ণ কাজ ছিল এবং অনেক অর্থ ও সময় নিয়ে থাকে। কিন্তু অটোক্যাড তৈরি হওয়ার পর ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, স্টুডেন্ট, গ্রাফিক্স ডিজাইনার এবং এমনকি ফ্যাশন ডিজাইনারদের কাজ অনেক সহজ হয়ে গিয়েছে। 

কেন অটোক্যাড দিয়ে কাজ করা সহজ?

এই সফটওয়্যার কপি, রোটেট, স্কেল, স্ক্রেচিং এর ব্যবহার সর্বোত্তম রূপে করতে পারে। এটির মাধ্যমে নিখুঁতভাবে ফ্রাকশনাল ডাইমেনশন ডিজাইন তৈরি ও ভিজুয়ালাইয করা যায় যা ড্রইংটিকে ইরর ফ্রি বা ত্রুটি মুক্ত করতে সাহায্য করে যে কাজটা ম্যানুয়ালি করা অসম্ভব। তাই বলা যায় অটোক্যাড অবশ্যই ব্যবহারকারীদের কাজকে সহজ ও সময় সাশ্রয়ী করে তোলে।

টপ অটোক্যাড কোম্পানি:

যে কোম্পানিগুলো ক্যাড সফটওয়্যারের উপর বেইজ করে ডিজাইনিংয়ের জন্য সফটওয়্যার তৈরি করে থাকে বা এই ধরনের সফটওয়্যার ব্যবহার করে কাজ করে, তাদের একটি তালিকা এখানে উল্লেখ্য করা হল। অটোক্যাডে দক্ষতা অর্জনের মাধ্যমে এই সব কোম্পানিতে কাজের সুযোগ পাওয়া যায়। 

AirWorks: সিভিল ড্রইং এর জন্য এ-আই(Ai) পাওয়ারড সফটওয়্যার তৈরি করে। 

BIM: বিল্ডিং ইনফরমেশন মডেলিং কোম্পানি একটি ক্যাড বেইজড জনপ্রিয় কোম্পানি। 

BETI: বিল্ডিং ইঞ্জিনিয়ার ট্রেইনিং ইনস্টিটিউট এমইপি(MEP) কনস্ট্রাকশন সেক্টর নিয়ে কাজ করে। এমইপি দ্বারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এবং প্লাম্বিং বুঝানো হচ্ছে।

সুতরাং এটা স্পষ্ট যে অটোক্যাড ইন্ডাস্ট্রিতে একটি বহুল ব্যবহৃত সফটওয়্যার যে সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকা ইঞ্জিনিয়ারদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *