ইনট্রুডাকশন টু ফাইবার অপটিক সেন্সর

যখন অবজেক্ট অনেক ছোট হয়, মাউন্টিং জায়গা কম, স্পীড বেশি, বিরূপ পরিবেশে থাকে তখন ফাইবার অপটিক সেন্সর ব্যবহার করা হয়।

ওয়ার্কিং প্রিন্সিপালঃ

ফাইবার অপটিক সেন্সর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে দূরবর্তী সেন্সরে সিগন্যাল পাঠায়। ফাইবার অপটিক সিস্টেমে ইমিটার এবং রিসিভার একটি সিঙ্গেল হাউজিং এ যুক্ত থাকে। যেসব এরিয়াতে ফটোইলেকট্রিক সেন্সর ব্যবহার করার জায়গা থাকেনা সেখানে ফাইবার অপটিক ক্যাবল যুক্ত করে অ্যাম্পলিফায়ারে সিগন্যাল পাঠায়। ফাইবার অপটিক সেন্সর লাইট এনার্জিকে ইলেক্ট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করে। ক্যাবল এখানে মেকানিক্যাল কম্পোনেন্ট যা লাইট ট্রান্সপোর্ট করার জন্য ব্যবহৃত হয়।

ফাইবার অপটিক সেন্সর টোটাল ইন্টার্নাল রিফ্লেকশন প্রিন্সিপাল মেনে চলে।
অবজেক্ট সেন্স করলে লাইট সোর্স পাতলা ফ্লেক্সিবল গ্লাস বা পলিমার ফাইবারের মধ্য দিয়ে প্রতিফলিত হয়ে আউটপুটে সিগন্যাল দেয়। পানির প্রবাহের স্রোতের মতো লাইট বীম যদি ট্রান্সপারেন্ট ফাইবারের মধ্য দিয়ে ট্রাভেল করে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তাহলে তা ওয়ালে প্রতিফলিত হয়ে অন্য প্রান্তে পৌঁছায়। এতে লাইটের উজ্জ্বলতার কোন তারতম্য হয়না।

ফিচারঃ

কনফাইন্ড স্পেসে সেট করা যায়।
কালার ডিটেক্ট করতে পারে।
হাই স্পীডে অবজেক্ট ডিটেক্ট করতে পারে।
খুব ছোট ও পাতলা অবজেক্ট ডিটেক্ট করতে পারে।
স্বচ্ছ পরিষ্কার এবং অস্বচ্ছ অবজেক্টও ডিটেক্ট করতে পারে।

অ্যাপ্লিকেশনঃ

ইন্ডাস্ট্রিতে যেখানে কনফাইন্ড স্পেসে অবজেক্ট ডিটেক্ট করতে হয়।
মেডিকেল ও ফার্মাসিউটিক্যালস।
অটোমোটিভ অ্যাসেম্বলি।
যেখানে ক্ষুদ্র পার্টস হ্যান্ডেলিং করা হয় যেমন- সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি।

টাইপঃ

ফটোইলেকট্রিক সেন্সরের মতো ফাইবার অপটিক সেন্সরের তিনটি মোড অব অপারেশন আছে।
১। Through-Beam
২। Diffuse-Reflective
৩। Retro-Reflective

ব্যবহারঃ

ট্রান্সপারেন্ট অবজেক্ট ডিটেকশন (Through-Beam, Retro-Reflective)
লম্বা দূরত্বে অবজেক্ট ডিটেকশন (Through-Beam)
সাইজ ভেরিয়েশন ডিটেকশন (এরিয়া Through-Beam ফাইবার হেড)
ছোট অবজেক্ট ডিটেকশন (Through-Beam অথবা Diffuse-Reflective কো-এক্সিয়াল ফাইবার হেড সাথে ফোকাল লেন্স)
যেখানে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টার্ফিয়ারেন্স(EMI) সেখানে ফাইবার অপটিক সেন্সর ব্যবহার করা হয়; যেমন ওয়েল্ডিং সেল।

ফাইবার অপটিক সেন্সর কম্পোনেন্টঃ

অ্যামপ্লিফায়ারঃ

এতে লাইট সোর্স, লাইট রিটার্নিং ডিটেক্টর, অপারেশনের জন্য সেন্সর ইন্টার্ফেস এবং প্রসেস ইকুইপমেন্টে আউটপুট সিগন্যাল দেয়।

ফাইবারঃ

অবজেক্ট সেন্স করার জন্য অ্যামপ্লিফায়ার থেকে লাইট যায় এবং ইন্সিডেন্ট লাইট অ্যামপ্লিফায়ারে আবার রিটার্ন করে ডিটেকশন ও প্রসেসিংয়ের জন্য।

ফাইবার হেডঃ

ফাইবারকে মেকানিক্যালি সিকিউর করে। এতে মাঝে মাঝে ছোট লেন্স থাকে যা লাইটকে শেইপ করে। এখানে সেন্সর একটি ফাইবার ব্যবহার করে অবজেক্টকে আলোকিত করার জন্য এবং অন্য ফাইবার দিয়ে রিফ্লেক্টেড লাইট ডিটেক্টরে ব্যাক করে। দুটি ফাইবার একসাথে হেডে অ্যাটাচ থাকে যা ছোট সাইজের অবজেক্ট ডিটেক্ট করে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *