ভূমিকাঃ ড্রইং করতে গেলে অবশ্যই আমাদের কিছু শেপ বা আকৃতি নিতে হয়। কিছু মৌলিক আকৃতি দিয়ে আমরা একটি কমপ্লেক্স ড্রইং তৈরি করি। তাই ড্রইং এর জন্য অটোক্যাডে কিছু ড্র টুলস দিয়া আছে যেগুলো মূলত বিভিন্ন শেপ তৈরিতে ব্যবহার হয়। নিচে কিছু জনপ্রিয় ড্র টুলস নিয়ে আলোচনা করা হল।
বহুল ব্যবহৃত কিছু ড্র টুলস-
১। লাইন টুল ২। সার্কেল টুল ৩। আর্ক টুল
৪। রেক্টাঙ্গল টুল ৫। পলিলাইন টুল ৬। পলিগন টুল
লাইন টুলঃ এই টুলটি ব্যবহার করে অটোক্যাডে সরল রেখা অঙ্কন করা হয়। ড্র প্যানেল থেকে লাইন টুল সিলেক্ট করে আমরা এটি ব্যবহার করতে পারি। আবার কম্যান্ড লাইনে L লিখে এন্টার প্রেস করলে লাইন টুল সিলেক্ট হবে। একটি লাইন ড্র করতে লাইনের শুরু ও শেষ দুইটি পয়েন্ট মাউস দিয়ে পিক করে ড্র করতে হয়।
সার্কেল টুলঃ এটি ব্যবহার করে অটোক্যাডে বৃত্ত তৈরি করা যায়। ড্র প্যানেল থেকে সার্কেল টুল সিলেক্ট করে আমরা এটি ব্যবহার করতে পারি। অথবা কম্যান্ড লাইনে C লিখে এন্টার প্রেস করলে লাইন টুল সিলেক্ট হবে। আমরা একটি সার্কেল বিভিন্ন পদ্ধতিতে ড্র করতে পারি। যেমন বৃত্তের সেন্টার বা কেন্দ্র সিলেক্ট করে ব্যাসার্ধ অথবা ব্যাসের মাপ দিয়ে। অথবা বৃত্তের দুইটি বা তিনটি বিন্দু নির্ধারণ করে। অথবা বৃত্তের কিছু স্পর্শক বা টেঞ্জেন্ট নির্ধারণ করে।
আর্ক টুলঃ এটি অটোক্যাডে বৃত্তচাপ তৈরি করতে ব্যবহার হয়। ড্র প্যানেল থেকে আর্ক টুল সিলেক্ট করে আমরা এটি ব্যবহার করতে পারি আবার কম্যান্ড লাইনে ARC লিখে এন্টার প্রেস করলে লাইন টুল সিলেক্ট হবে। বৃত্তের মত আর্কও আমরা বিভিন্ন উপায় অবলম্বন করা ড্র করা যায়।
রেক্টেঙ্গল টুলঃ এটি অটোক্যাডে আয়তক্ষেত্র তৈরি করতে ব্যবহার হয়। ড্র প্যানেল থেকে রেক্টেঙ্গল টুল সিলেক্ট করে আমরা এটি ব্যবহার করতে পারি আবার কমান্ড লাইনে REC লিখে এন্টার প্রেস করলে লাইন টুল সিলেক্ট হবে। শুধু দুইটি পয়েন্ট সিলেক্টের মাধ্যমে একটি আয়তক্ষেত্র ড্র করা যাবে।
পলিলাইন টুলঃ এটি সরল ও বক্র রেখা মিলিয়ে এক ধরনের কমপ্লেক্স লাইন তৈরি করতে ব্যবহার হয়। ড্র প্যানেল থেকে পলিলাইন টুল সিলেক্ট করে আমরা এটি ব্যবহার করতে পারি আবার কম্যান্ড লাইনে PL লিখে এন্টার প্রেস করলে লাইন টুল সিলেক্ট হবে।
পলিগন টুলঃ এটি দ্বারা ত্রিভুজ থেকে শুরু করে পঞ্চ, ষষ্ঠ অসংখ্য ভুজ তৈরিতে ব্যবহার হয়। ড্র প্যানেল থেকে পলিগন টুল সিলেক্ট করে আমরা এটি ব্যবহার করতে পারি আবার কম্যান্ড লাইনে POL লিখে এন্টার প্রেস করলে এই টুল সিলেক্ট হবে। এই ক্ষেত্রে পলিগনের জিওমেট্রিক সেন্টার সিলেক্ট করে সেন্টার থেকে যে কোন একটি কর্নারের দূরত্ব বা যে কোন একটি বাহুর দূরত্ব নির্ধারণ করে দিতে হয়।
ড্র টুল ব্যবহার এর সুবিধাঃ
- এই টুল গুলো ব্যবহার করে ড্র করলে ড্রইং এর স্থানাঙ্ক ও মাত্রা নির্ভুল ও নিখুঁত হয়।
- এই টুল গুলো ব্যবহার করে ড্র করলে ড্রইং অল্প সময়ে শেষ করা যায় এবং অধিক দক্ষতার সাথে কাজ করা যায়।
- কোন কিছু সংশোধনের প্রয়োজন হলে সহজে এডিট বা কাস্টোমাইয করা যায়।
অটোক্যাড শিখতে যে সকল টুলসের বিষয়ে ধারণা থাকতে হবে তার মধ্যে প্রাথমিক বা ফান্ডামেন্টাল টুলস গুলো হচ্ছে এই ড্র টুলস। তাই অটোক্যাড শিখতে হলে এই টুলস গুলোর সম্পর্কে অবশ্যই জানতে হবে।