S7-400 PLC পরিচিতি | Siemens S7-400 এর বৈশিষ্ট্য ও ইন্ডাস্ট্রিয়াল প্রয়োগ

 

ফিচারঃ

  • মিড এবং আপার পারফর্মেন্স রেইঞ্জ।
  • পারফর্মেন্স-গ্রেডেড রেইঞ্জ সিপিইউ।
  • এক্সটেন্সিভ সিলেকশন মোডিউল।
  • ৩০০ এর অধিক মোডিউল এক্সপান্ড করা যায়।
  • ব্যাকল্পেইন বাস মোডিউলের সাথে ইন্টিগ্রেটেড।
  • নেটওয়ার্ক অপশনঃ
    • মাল্টিপয়েন্ট ইন্টার্ফেস (MPI)
    • PROFIBUS
    • ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট
  • সেন্ট্রাল PG কানেকশন করে সেখান থেকে সকল মোডিউল এক্সেস করা যায়।
  • কোন স্লট রেস্ট্রিকশন নাই।
  • “HWConfig“ টুলের মাধ্যমে কনফিগারেশন এবং প্যারামিটার সেটিং করা যায়।
  • মাল্টি-কম্পিউটিং- সর্বোচ্চ ৪টি পিএলসি সেন্ট্রাল র‍্যাকে ব্যবহার করা যায়।

S7-400 পিএলসি মোডিউল

 

সিগন্যাল মোডিউল SM

ডিজিটাল ইনপুট মোডিউল      : 24V DC, 120/230V AC

ডিজিটাল আউটপুট মোডিউল : 24V DC, রিলে

অ্যানালগ ইনপুট মোডিউল : ভোল্টেজ, কারেন্ট, রেজিসটেন্স, থার্মোকাপল

অ্যানালগ আউটপুট মোডিউল : ভোল্টেজ, কারেন্ট

ইন্টার্ফেস মোডিউল IM

The IM460, IM461, IM463, IM467 ইন্টার্ফেস মোডিউল বিভিন্ন র‍্যাকে কানেকশন করা যায়ঃ

  • UR1 (Universal Rack) এ সর্বোচ্চ ১৮টি মোডিউল
  • UR2 (Universal Rack) এ সর্বোচ্চ ৯টি মোডিউল
  • ER1 (Extension Rack) এ সর্বোচ্চ ১৮টি মোডিউল
  • ER2 (Extension Rack) এ সর্বোচ্চ ৯টি মোডিউল

ফাংশন মোডিউল FM

স্পেশাল ফাংশন পারফর্ম করে:

– কাউন্টিং

–  পজিশনিং

  • ক্লোজড লুপ কন্ট্রোল

কমিউনিকেশন প্রসেসর CP

নেটওয়ার্কিং ফ্যাসিলিটি:

 পয়েন্ট-টু-পয়েন্ট কানেকশন

– PROFIBUS

– ইন্ডাস্ট্রিয়াল ইথারনেট

S7-400 সিপিইউ ডিজাইন

 

মোড সিলেক্টর

MRES    = মডিউল রিসেট

STOP     = স্টপ মোড; প্রোগ্রাম এক্সিকিউট হয়না এবং

আউটপুট ডিজেবল ( “OD“মোড= আউটপুট ডিজেবল).

RUN    = প্রোগ্রাম এক্সিকিউশন, PG(ল্যাপটপ) থেকে রিড-অনলি করা যায়

RUN-P   = প্রোগ্রাম এক্সিকিউশন, PG(ল্যাপটপ) থেকে রিড/রাইট করা যায়

 

স্টার্ট-আপ টাইপ সুইচ

CRST      = যখন আপনি STOP / RUN মোড সিলেক্টরের মাধ্যমে সিপিইউ স্টার্ট করবেন,

“কমপ্লিট রিস্টার্ট” হয় (Cold ReSTart)

WRST    = যখন আপনি STOP / RUN মোড সিলেক্টরের মাধ্যমে সিপিইউ স্টার্ট করবেন,

“রিস্টার্ট” হয় (Warm ReSTart)

স্ট্যাটাস এলইডির মাধ্যমে সিপিইউ স্টার্ট-আপ টাইপ রিকুয়েস্ট করে (CRST/WRST সুইচের মাধ্যমে সিলেক্ট করা যায়)

 

EXT-BATT

এডিশনাল এক্সটার্নাল ব্যাটারি ভোল্টেজ সাপ্লাই (DC 5…15V  র‍্যামকে ব্যাকআপ দেওয়ার জন্য, যখন পাওয়ার সাপ্লাই রিপ্লেস করা হয়)

 

MPI কানেকশন

MPI ইন্টার্ফেসে প্রোগ্রামিং ডিভাইস এবং অন্যান্য ডিভাইস কানেক্ট করার জন্য

 

DP ইন্টার্ফেস

413-2DP, 414-2DP, 416-2DP এবং 417-2DP CPUs এর ইন্টিগ্রেটেড DP ইন্টার্ফেস আছে যার মাধ্যমে সিপিইউতে ডিস্ট্রিবিউটেড I/Os সরাসরি কানেক্ট করা যায়।

 

মেমোরি কার্ড স্লট

S7-400 CPU তে প্রয়োজন অনুসারে আপনি র‍্যাম অথবা ফ্ল্যাশ EPROM কার্ড এক্সটার্নাল মেমোরি আকারে লোড করতে পারেন:

  • র‍্যাম কার্ডের ক্যাপাসিটি: 64KByte, 256KByte, 1MByte, 2MByte । সিপিইউ ব্যাটারির মাধ্যমে এর কন্টেন্টের ব্যাকআপ নেওয়া হয়।
  • ফ্ল্যাশ EPROM কার্ডের ক্যাপাসিটি: 64KByte, 256KByte, 1MByte, 2MByte, 4MByte, 8MByte, 16MByte । ইন্টিগ্রেটেড EEPROM এ এর কন্টেন্টের ব্যাকআপ নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *