ইলেক্ট্রিসিটি এবং টেম্পারেচারের মধ্যে রিলেশনশিপ কি?
কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন প্রবাহের স্পীডের পরিবর্তনের উপর তাপমাত্রার অনেক প্রভাব থাকে। যখন ইলেক্ট্রিসিটি রেজিসটেন্সের মধ্য দিয়ে পাস করা হয় তখন হিট উৎপন্ন হয়। ট্রান্সমিশন কন্ডাক্টরের রেজিসটেন্স বাড়ালে ইলেকট্রন প্রবাহে বাধার সৃষ্টি হয় অর্থাৎ প্রবাহের স্পীড কমে যায় যা ওয়্যারের টেম্পারেচার বাড়িয়ে দেয়। বিপরীতভাবে ওয়্যারের রেজিসটেন্স কমালে তাপমাত্রা কমে। একে জুল হিটিং বলে। সুতরাং বুঝাই যাচ্ছে ইলেক্ট্রিসিটির সাথে টেম্পারেচারের নিবিড় সম্পর্ক আছে।
ট্রান্সমিশন লাইনের কন্ডাক্টর পিউর কপার না হলে টেম্পারেচার উৎপন্ন হয় ইন্টার্নাল রেজিসটেন্সের কারণে। ফলে ভোল্টেজ ড্রপ হয়ে যায়; অর্থাৎ সেন্ডিং স্টেশন এবং রিসিভিং স্টেশনের ভোল্টেজ আর একই থাকেনা। সুতরাং লোড তখন বেশি কারেন্ট নিতে চায় যা ওয়্যারের তাপমাত্রা বাড়িয়ে দেয়।
যখন দুটি ভিন্ন মেটালের একটি কমন পয়েন্টে তাপমাত্রা দেওয়া হয় তখন অল্প পরিমাণ ভোল্টেজ জেনারেট হয়। একে সিব্যাক ইফেক্ট বলে। থার্মোকাপল এই প্রিন্সিপালে চলে।