Skip to content
ইনপুট ওয়্যারিংঃ

- ইনপুটে যে ডিভাইস কানেক্টেড থাকে তা যদি অন করা হয় তবে সিগন্যাল পিএলসির সিপিইউতে যায়।
- প্রতিটি ইনপুট পিন আলাদা এড্রেসিং করা থাকে। বিভিন্ন পিএলসি মেনুফ্যাকচারার তাদের নিজেদের মতো করে এড্রেস করে।
- ইনপুট সিগন্যাল পিএলসি ইনপুট ইউনিটে যাওয়া মানে ঐ পিনের এড্রেসকে এক্টিভেট করা। কারণ সিপিইউ লো লেভেল লজিক সিগন্যাল নিয়ে কাজ করে।
- ইনপুট ইউনিট ঐ ইনপুট ডিভাইস থেকে প্রাপ্ত সিগন্যালকে লজিক লেভেল সিগন্যালে রুপান্তরিত করে সিপিইউতে পাঠায়।
ইনপুট ইন্টার্নাল সার্কিটঃ

- পুশ বাটন প্রেস করলে ভোল্টেজ অপ্টোকাপলার ইউনিটে যায়।
- অপ্টোকাপলার বায়াসিং হয় যা ইন্টার্নাল সার্কিটের ট্রানজিস্টরকে বায়াসিং করে।
- ট্রানজিস্টর বায়াসিং করার মাধ্যমে ইনপুট ইন্ডিকেটর এলইডি অন হয়।
আউটপুট ওয়্যারিংঃ

- সিপিইউ আউটপুট ইউনিটে কমান্ড পাঠায় ল্যাম্প অন করার জন্য। ফলে ঐ টার্মিনালে কানেক্টেড ল্যাম্প তখন অন হয়।
- প্রতিটি আউটপুট পিন আলাদা এড্রেসিং করা থাকে।
- সিপিইউ কমান্ড পিএলসি আউটপুট ইউনিটে যাওয়া মানে ঐ পিনের এড্রেসকে এক্টিভেট করা এবং এতে লাগানো লোড/রিলে তখন অন হয়।
সিঙ্ক এবং সোর্স আউটপুটঃ
সিঙ্কঃ
- লোডের এক প্রান্ত পাওয়ার সোর্স ৪.৫~৩০ ভোল্ট ডিসির পজিটিভ টার্মিনালে সংযুক্ত।
- লোডের অপর প্রান্ত পিএলসি আউটপুট টার্মিনালে যুক্ত। এই টার্মিনালে নেগেটিভ ভোল্টেজ পেলে লোড অন হয়।
- পিএলসি আউটপুট টার্মিনাল এখানে আউটপুট হিসেবে নেগেটিভ ভোল্টেজ দেয়।
সোর্সঃ
- লোডের এক প্রান্ত পাওয়ার সোর্স ৪.৫~৩০ ভোল্ট ডিসির নেগেটিভ টার্মিনালে সংযুক্ত।
- লোডের অপর প্রান্ত পিএলসি আউটপুট টার্মিনালে যুক্ত। এই টার্মিনালে পজিটিভ ভোল্টেজ পেলে লোড অন হয়।
- পিএলসি আউটপুট টার্মিনাল এখানে আউটপুট হিসেবে পজিটিভ ভোল্টেজ দেয়।