ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে ইলেক্ট্রনিক্স গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। ইলেক্ট্রনিক্স কন্ট্রোলের মাধ্যমে অটোমেটেড মেশিনারিগুলোকে আরও আধুনিকায়ন করার জন্য নতুন নতুন টেকনোলজি এবং ব্রাঞ্চ আবিষ্কৃত হচ্ছে।
যেকোনো মেশিন বা প্রসেস মনিটর এবং কন্ট্রোল করার প্রয়োজন পরে। পূর্বে, কন্ট্রোল টাস্ক কনভেনশনাল টেকনোলজি যেমন- কন্টাক্ট এবং রিলে দিয়ে করা হত। বর্তমানে পিএলসির মাধ্যমে এই অটোমেশন কাজগুলো সম্পাদন করা হয়।
প্রতিযোগিতামূলক পরিবেশে কোম্পানিকে শুধু নির্দিষ্ট মেশিন বা প্রসেস সিস্টেমে সীমাবদ্ধ থাকলেই চলেনা। যখন স্বতন্ত্র মেশিনকে পুরু প্রসেস সিস্টেমে ইন্টিগ্রেট করা হয় তখন প্রোডাক্টিভিটি বহুলাংশে বেড়ে যায়। তখন ইনফর্মেশন পুরু সিস্টেমের প্রত্যেক কম্পোনেন্টে প্রবাহিত হয়। পুরু সিস্টেম একটা সেন্ট্রাল জায়গা থেকে স্ট্রাকচার করা হয়না; বর্তমানে প্রসেস স্ট্রাকচার বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকতে পারে এবং পৃথক এলিমেন্টগুলো অটোমেটিক্যালি নিজেই পারফর্ম করে। প্রত্যেক কম্পোনেন্টের সাথে কমন ডাটা কমিউনিকেশন তৈরি করে একে অপরের সাথে তথ্য আদান-প্রদান করে।