HOW IT WORKS?

গবেষণা লার্নিং একাডেমী যত্ন সহকারে সর্বোত্তম চেষ্টা করে প্রত্যেক স্টুডেন্ট যাতে কোর্স সম্পন্ন করার পর তাদের লার্নিং অবজেক্টিভ সাকসেসফুলি এচিভ করতে পারে।

অবজেক্টিভঃ

  • অটোমেশন টেকনিক
  • পিএলসি প্রোগ্রামিং
  • হোম অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন
  • ট্রাবলশুটিং
  • রিয়াল ওয়ার্ল্ড প্রোজেক্ট
  • ক্যারিয়ার গাইডলাইন
  • জব ইন্টার্ভিউ প্রিপারেশন
  • ২১ শতকের স্কিল

কোয়ালিটি কারিকুলামঃ

এক্সপার্ট রিসোর্স দ্বারা ডীপ রিসার্চের মাধ্যমে কারিকুলাম এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে পার্সোনালাইজড লার্নিংয়ের উপর গুরুত্বারুপ করা হয়েছে। এই পুরু কোর্সে স্টুডেন্ট যাতে এঙ্গেজ থাকতে পারে এমনভাবে কোর্স স্ট্রাকচার তৈরি করা হয়েছে।

কম্প্রিহেন্সিভ এসেসমেন্ট টেস্টের মাধ্যমে ক্লাসে প্রত্যেক স্টুডেন্টের লার্নিং লেভেল কোন পর্যায়ে আছে তা নির্ধারণ করা যায় এবং সে অনুসারে ইন্সট্রাক্টর প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে থাকেন।

গবেষণা লার্নিং একাডেমীতে মূলত দুই ক্যাটাগরিতে ট্রেনিং পরিচালনা করা হয়; ১) রেকর্ডেড কোর্স এবং ২) লাইভ কোর্স।

১। রেকর্ডেড কোর্সঃ

স্কিল ডেভেলাপমেন্ট প্রোগ্রামে আমাদের অনেকগুলো ডিফারেন্ট কোর্সের উপর রেকর্ডেড ভিডিও লেকচার আছে। এই কোর্সগুলো মূলত বেসিক বিষয়ের উপর নির্মিত। যারা পিএলসি, VFD একদম বেসিক লেভেল থেকে শিখতে চায় তাদের কথা বিবেচনা করে এই কোর্সগুলো ডিজাইন করা হয়েছে। লেকচারগুলোতে খুব ভালভাবে দেখানো হয়েছে কিভাবে ডায়াগ্রাম অনুসারে পিএলসি, VFD ওয়্যারিং করতে হয়। অনেকগুলো রিয়াল লাইফ প্রোজেক্টের মাধ্যমে কোর্সটিগুলোকে আরও প্রাণবন্ত করা হয়েছে। গবেষণা লার্নিং একাডেমীতে অনেকগুলো টপিকের উপর কোয়ালিটিফুল কোর্স ডেভেলাপ করা হয়েছে, যেখানে আপনার দুর্বলতা আছে ঐ কোর্স এনরোল করে আজই নিজের ফাউন্ডেশন মজবুত করে ক্যারিয়ারকে একধাপ এগিয়ে নিন।

২। লাইভ কোর্সঃ

রেকর্ডেড কোর্স সম্পন্ন করার পর কেউ যদি পিএলসি, এসি ড্রাইভ, সার্ভো সিস্টেম এগুলো নিয়ে আরও ডিটেইলে শিখতে চান তবে এই ক্ষেত্রে আমাদের লাইভ কোর্সে অংশগ্রহণ করতে পারেন। লাইভ কোর্সে বেসিক থেকে এডভান্স লেভেলে পিএলসি এবং VFD নিয়ে কিভাবে কাজ করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। কোর্স শেষে বোনাস হিসেবে আমাদের ল্যাবে দুই দিন ব্যাপী ওয়ার্কশপের আয়োজন করা হয় যেখানে স্টুডেন্টরা ইন্সট্রাক্টরের উপস্থিতিতে হাতে-কলমে ওয়্যারিং, কানেকশন, প্রোগ্রামিং ঝালাই করে নিতে পারেন।

ক্লাস প্রিভিউঃ

লাইভ ক্লাসে যাওয়ার আগে স্টুডেন্টরা একটি ছোট্ট ভিডিও প্রিভিউয়ের মাধ্যমে ক্লাস কন্টেন্ট সম্পর্কে আইডিয়া নিতে পারে। এই পদ্ধতি তাদের ক্লাস ভালভাবে বুঝা এবং কনফিডেন্স বুস্টআপ করতে দারুণভাবে সহায়তা করে।

লাইভ ক্লাসঃ

লাইভ ক্লাসে টিচার ইন্টারেক্টিভ কোর্স মেটারিয়াল যুক্ত করা এবং স্টুডেন্টদের সাথে সরাসরি আলাপ-আলচনার মাধ্যমে তাদের এঙ্গেজ রাখে।

রিভিউঃ

ক্লাস শেষে স্টুডেন্টরা কোর্স মেটারিয়াল যেমন ওয়ার্কশিট, ই-বুক এবং রেকর্ডেড ভিডিও লেকচারের মাধ্যমে রিভিউ করে নিতে পারে। তাছাড়া প্রতিটি লেকচার শেষে কুইজ এবং এসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থী নিজের লার্নিং যাচাই করে নিতে পারে।

পার্সোনালাইজড গাইডেন্সঃ

১০ জন স্টুডেন্টের একটি ছোট গ্রুপে সাপ্তাহিক মেন্টরশীপ সেশন থাকে যেখানে প্রবলেম সলভিং নিয়ে আলোচনা হয়।

প্রোগ্রাম ম্যানেজারের সাথে যোগাযোগ করে সমস্যা সমাধানের সুযোগ দেওয়া হয়।

ক্যারিয়ার সাপোর্ট

জব প্রিপারেশনের জন্য মক ইন্টার্ভিউ

রেজুমি বিল্ডিং

সিক্রেট গ্রুপঃ

ফেইসবুক, হোয়াটস অ্যাপ এবং টেলিগ্রামে আমাদের প্রাইভেট গ্রুপ আছে যেখানে স্টুডেন্টরা একে অন্যের সাথে যুক্ত হয়ে কোর্স রিলেটেড তথ্য আদান-প্রদান করতে পারে। ইন্সট্রাক্টররা এখানে কমেন্টে প্রশ্নের উত্তর দেয় এবং টাইম-টু-টাইম বিভিন্ন জব পোস্ট দেওয়া হয়ে থাকে।

ওয়ার্কশপঃ

কোর্স শেষে বোনাস হিসেবে আমাদের ল্যাবে দুই দিন ব্যাপী ওয়ার্কশপের আয়োজন করা হয় যেখানে স্টুডেন্টরা ইন্সট্রাক্টরের উপস্থিতিতে হাতে-কলমে ওয়্যারিং, কানেকশন, প্রোগ্রামিং ঝালাই করে নিতে পারেন।

সার্টিফিকেটঃ

সাকসেসফুলি কোর্স সম্পন্ন করার পর গবেষণা লার্নিং একাডেমী থেকে সার্টিফিকেট ইস্যু করা হবে এবং বিভিন্ন জায়গায় জব প্লেসমেন্টের ব্যবস্থা করা হবে।