ইনট্রুডাকশন টু প্রক্সিমিটি সেন্সর

প্রক্সিমিটি সেন্সর হচ্ছে নন-কন্টাক্ট সেন্সর যা অবজেক্ট ডিটেক্ট করতে পারে যখন অবজেক্ট সেন্সর ফিল্ডের সামনে আসে। প্রক্সিমিটি সেন্সর সাধারণত সাউন্ড, লাইট, ইনফ্রারেড রেডিয়েশন(IR) অথবা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে অবজেক্ট ডিটেক্ট করে। সেটা অবশ্যই নির্ভর করে আমি কি টাইপ সেন্সর ব্যবহার করছি সেটার উপর।

সুবিধাঃ

রুঢ় পরিবেশে বিশেষ করে তৈলাক্ত এবং ধুলোবালিতে রিলায়েবল অপারেশন দেয়।
এটি সিম্পল ও সহজ।
টাচ না করে অবজেক্ট ডিটেক্ট করতে পারে।
সস্থা (ফটোসেন্সরের চেয়ে)।

টাইপঃ

স্পেসিফিক অ্যাপ্লিকেশন এবং এনভারনমেন্টের উপর ভিত্তি করে অনেক টাইপের প্রক্সিমিটি সেন্সর পাওয়া যায়।
১। ইন্ডাক্টিভ প্রক্সিমিটি সেন্সর
২। ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর

১। ইন্ডাক্টিভ প্রক্সিমিটি সেন্সরঃ

ইন্ডাক্টিভ প্রক্সিমিটি সেন্সর কমনলি ব্যবহার হয় এর হাই রিলায়েবিলিটির জন্য। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে এর ব্যবহার ব্যাপক।

অপারেশনঃ

ইন্ডাক্টিভ সেন্সরের ভেতরে সেন্সিং হেডে ফেরাইট কোরের চারদিকে কয়েল পেঁচানো থাকে। এর মধ্যে হাই ফ্রিকুয়েন্সি দেওয়া থাকে, ফলে চারপাশে অসিলেটিং ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়। সেন্সরের ভেতরে ইন্টার্নাল সার্কিট তা সার্বক্ষণিক মনিটর করে। যখন মেটাল অবজেক্ট ফিল্ডের মধ্য দিয়ে যায় তখন অবজেক্টের গায়ে ইডি(Eddy) কারেন্ট তৈরি হয়। অর্থাৎ এর সার্ফেস দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। এই ইডি(Eddy) কারেন্ট ট্রান্সফর্মারের ন্যায় আচরণ করে যা সেন্সরের ডিটেক্টিং কয়েলের এনার্জি কমিয়ে দেয়। ফলে অসিলেশনও কমে যায় যা ম্যাগনেটিক ফিল্ডের শক্তিকে হ্রাস করে। সেন্সরের ভেতরে মনিটরিং সার্কিট এই অসিলেশন ড্রপিং ডিটেক্ট করতে পারে এবং আউটপুটকে অন করে।

২। ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরঃ

ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর শুধুমাত্র মেটাল অবজেক্ট ডিটেকশনের মধ্যেই সীমাবদ্ধ নয়। যেকোনো ধরণের অবজেক্ট মেটালিক বা নন-মেটালিক যা চার্জ বহন করতে সক্ষম ঐগুলো ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর ডিটেক্ট করতে পারে।

অপারেশনঃ

ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরের ভেতরে সেন্সিং সার্ফেসের সাথে হাই ফ্রিকুয়েন্সি অসিলেটর থাকে যা দুটি মেটাল প্লেটের সমন্বয়ে গঠিত হয়। এই অসিলেটর সেন্সিং হেডের সামনে ইলেক্ট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করে। যখন কোন অবজেক্ট সেন্সিং সার্ফেসের সামনে আসে তখন আসলে ইলেক্ট্রোস্ট্যাটিক ফিল্ডে প্রবেশ করে যা অসিলেটরের ক্যাপাসিটেন্স পরিবর্তন করে। অর্থাৎ অসিলেটর সার্কিট তখন অসিলেটিং শুরু করে এবং একটি নির্দিষ্ট এম্পলিচুডে পৌঁছার পর আউটপুট স্টেট চেইঞ্জ করে। অবজেক্ট সেন্সিং হেডের সামনে থেকে সরলে অসিলেটরের এম্পলিচুড আবার কমতে থাকে এবং সেন্সরের আউটপুট সুইচিং করে আগের অবস্থায় নিয়ে যায়। ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরের অসিলেটরের সেন্সিটিভিটি বা থ্রেশহোল্ড লেভেল এডজাস্ট করা যায়। সেন্সরের গায়ে যে পটেনশিওমিটার থাকে সেটির মাধ্যমে করতে হয়। যদি পটেনশিওমিটার না থাকে তবে সেন্সরকে ফিজিক্যালি মোভ করে সেন্সিটিভিটি এডজাস্ট করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *