ফিচারঃ
- মডুলার পিএলসি যার পারফর্মেন্স রেইঞ্জ সবার নিচে।
- মোডিউল রেইঞ্জ অনেক বেশি।
- সর্বোচ্চ ৭টি এক্সপানশন মোডিউল যুক্ত করা যায়।
- মোডিউলের পেছনে ব্যাকপ্লেন বাস আছে যেখানে মোডিউলকে এটাচ করা যায়।
- RS-485, PROFIBUS ইন্টার্ফেস আছে।
- সেন্ট্রাল PG কানেকশন করে সকল মোডিউল এক্সেস করা যায়।
- কোন স্লট রেস্ট্রিকশন নাই।
- নিজস্ব সফটওয়্যার MicroWin এ প্রোগ্রামিং করা হয়।
- পাওয়ার সাপ্লাই, সিপিইউ, I/O মোডিউল টোটাল সিঙ্গেল প্যাকেজে পাওয়া যায়।
S7-200 পিএলসি মোডিউল
এক্সপানশন মোডিউল (EM)
- ডিজিটাল ইনপুট মোডিউল:২৪ ভোল্ট ডিসি১২০/২৩০ ভোল্ট এসি
- ডিজিটাল আউটপুট মোডিউল:24V DCরিলে
- অ্যানালগ ইনপুট মোডিউল:ভোল্টেজকারেন্টরেজিসটেন্সথার্মোকাপল
- অ্যানালগ আউটপুট মোডিউল:ভোল্টেজকারেন্ট
কমিউনিকেশন প্রসেসর (CP)
AS-Interface এ S7-200 পিএলসিকে মাস্টার হিসেবে কানেক্ট করার কাজে CP 242-2 ব্যবহার করা হয়। ফলে ২৪৮ পর্যন্ত বাইনারি এলিমেন্ট কন্ট্রোল করা যায় ৩১টি AS-Interface স্লেইভ দিয়ে। এভাবে S7-200 এর ইনপুট আউটপুট সংখ্যা বাড়িয়ে দেয়।
S7-200 সিপিইউ ডিজাইন
মোড সিলেক্টর
ম্যানুয়াল মোড সিলেকশনের জন্য:
STOP = স্টপ মোড; প্রোগ্রাম এক্সিকিউট হয়না
TERM = প্রোগ্রাম এক্সিকিউশন, PG(ল্যাপটপ) থেকে রিড/রাইট করা যায়
RUN **= প্রোগ্রাম এক্সিকিউশন, PG(ল্যাপটপ) থেকে রিড-অনলি করা যায়
স্ট্যাটাস ইনডিকেটর (এলইডি)
SF = গ্রুপ এরর; ইন্টার্নাল সিপিইউ এরর
RUN = রান মোড; সবুজ
STOP = স্টপ মোড; হলুদ
DP = ডিস্ট্রিবিউটেড I/O ( শুধুমাত্র CPU 215)
মেমোরি কার্ড
মেমোরি কার্ডের স্লট। পাওয়ার ইন্টারাপশন হলেও মেমোরি কার্ড প্রোগ্রাম সেভ করে রাখে কোন প্রকার ব্যাটারির সাহায্য ছাড়া।
PPI কানেকশন
প্রোগ্রামিং ডিভাইস অথবা অন্য কোন পিএলসি PPI(পয়েন্ট টু পয়েন্ট ইন্টার্ফেস) কানেকশনে যুক্ত হয়।