পিএলসি বা প্রোগ্রামেবল লিজিক কন্ট্রোলার একটি বিশেষ ধরণের ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটার যা ম্যানুফ্যাকচারিং ও অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের বিভিন্ন অটোমেশন প্রসেসে ব্যবহৃত হয়। পিএলসি সেন্সর বা সুইচ থেকে ইনপুট রিসিভ করে একে একটি প্রোগ্রামড লজিক এর উপর ভিত্তি করে ডেটা প্রসেস করে এবং তারপর সেই অনুযায়ী বিভিন্ন আউটপুটকে যেমন মোটর, ভাল্ভ ও ইন্ডিকেটরকে কন্ট্রোল করে। পিএলসি ওয়্যারিং এর ইনপুট ও আউটপুট বেসিক কানেকশনগুলো বুঝা পিএলসি কনফিগার করা এবং ট্রাবলশুটিং করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি পিএলসি এর জন্য দুই ধরণের ওয়্যারিং কানেকশন করতে হয়।
- ইনপুট ওয়্যারিং
- আউটপুট ওয়্যারিং
বুঝার সুবিধার জন্য আমরা এখানে S7 200 পিএলসি এর CPU 226 DC/DC/DC মডেলটিকে নিয়েছি। নিচে আমরা এর ওয়্যারিং কানেকশন দেখবো।
ইনপুট ওয়্যারিং : এই পিএলসিতে ইনপুট টার্মিনাল সাধারণত পিএলসি এর নিচের দিকে থাকে। এই পিএলসিতে মোট ২৪ টি ইনপুট থাকে। I0.0 থেকে I0.7 পর্যন্ত ৮ টি, I1.0 থেকে I1.7 পর্যন্ত ৮ টি এবং I2.0 থেকে I2.7 পর্যন্ত ৮ টি সর্বমোট ২৪ টি ইনপুট থাকে এই পিএলসিতে।
আউটপুট ওয়্যারিং : এই পিএলসিতে আউটপুট টার্মিনাল সাধারণত পিএলসি এর উপরের দিকে থাকে। এই পিএলসিতে মোট ১৬ টি আউটপুট থাকে। Q0.0 থেকে Q0.7 পর্যন্ত ৮ টি এবং Q1.0 থেকে Q1.7 পর্যন্ত ৮ টি সর্বমোট ১৬ টি আউটপুট থাকে এই পিএলসিতে।
পিএলসিতে ইনপুট এবং আউটপুট ওয়্যারিং কানেকশন আবার দুইভাবে করা যায়।
- সিঙ্ক ওয়্যারিং
- সোর্স ওয়্যারিং
সিঙ্ক ওয়্যারিং : সিঙ্ক ওয়্যারিং হল এমন এক ধরণের ওয়্যারিং যেখানে এর ইনপুটে অথবা আউটপুটে 0V কানেক্ট করা হয়। যেমন – একটি অটোমেশন সেক্টরে ব্যবহৃত কোন সেন্সর যদি NPN টাইপ হয় অর্থাৎ এর আউটপুট যদি 0V হয় তাহলে সেক্ষেত্রে সিঙ্ক ওয়্যারিং করতে হয়। অর্থাৎ তখন তা পিএলসি এর ইনপুটে 0V সাপ্লাই দিবে।
সোর্স ওয়্যারিং : সোর্স ওয়্যারিং হল এমন এক ধরণের ওয়্যারিং যেখানে এর ইনপুটে অথবা আউটপুটে 24V কানেক্ট করা হয়। যেমন– একটি অটোমেশন সেক্টরে ব্যবহৃত কোন সেন্সর যদি PNP টাইপ হয় অর্থাৎ এর আউটপুট যদি 24V হয় তাহলে সেক্ষেত্রে সিঙ্ক ওয়্যারিং করতে হয়। অর্থাৎ তখন তা পিএলসি এর ইনপুটে 24V সাপ্লাই দিবে।
good post
Thank you.