পিএলসি অপারেশন

অপারেশনঃ

  • সিপিইউ স্টেপ-বাই-স্টেপ প্রোগ্রাম এক্সিকিউট করে END ইন্সট্রাকশন পর্যন্ত।
  • END ইন্সট্রাকশন এক্সিকিউট হওয়ার পরে সিপিইউ I/O ইউনিট রিফ্রেশিং করে। তখন ইনপুট আউটপুটের লেটেস্ট ডাটা I/O মেমোরিতে সেভ হয়।
  • সিপিইউ ইনপুট ডিভাইস হতে ইনপুট ইউনিটের মাধ্যমে কি সিগন্যাল রিসিভ করেছে সেটা দেখে ইউজার প্রোগ্রামের উপর নির্ভর করে আউটপুটকে অন/অফ করে।
  • ইনপুটে সুইচ প্রেস করলে I/O মেমোরির 0 পজিশনে হাই(১) সেট হয়।
  • ইউজার প্রোগ্রাম অনুসারে I/O মেমোরির 3 পজিশনে হাই(১) সেট হয়। তখন 0.03 তে লাগানো আউটপুট অন হয়।
  • ইউজার মেমোরিতে প্রোগ্রাম নেমনিক কোড অর্ডারে এক্সিকিউট হয়। নেমনিক কোড আসলে ল্যাডার ডায়াগ্রাম ইন্সট্রাকশনের সিরিজ। ল্যাডার ডায়াগ্রাম নেমনিক কোডে অটোমেটিক কনভার্ট হয়।
নেমনিক কোডঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *