PG 720 ইন্ডাস্ট্রি-গ্রেড প্রোগ্রামিং ডিভাইস, পাওয়ারফুল এবং ব্যবহার অনেক সহজ, মেইনটেনেন্স, সার্ভিস, প্রোগ্রামিং এবং কনফিগারেশনে কাজে ব্যবহৃত হয়। ফিচার: • ছোট নোটবুক সাইজের • ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার সাপ্লাই • AT-কম্পাটিবল • পাওয়ারফুল হার্ডওয়্যার • প্রয়োজনীয় সকল SIMATIC ইন্টার্ফেস পোর্ট আছে। PG 740 পোর্টেবল প্রোগ্রামিং ডিভাইস, অটোমেশন প্রোজেক্টের সকল অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয়। পাওয়ারফুল, ইন্ডাস্ট্রি-স্ট্যান্ডার্ড পিসি। ফিচার: • হাই লেভেল সিস্টেম পারফর্মেন্স • দুর্দান্ত এক্সপানশন ফ্যাসিলিটি • TFT- ডিসপ্লে • শক্ত ডিজাইন • প্রয়োজনীয় সকল SIMATIC ইন্টার্ফেস পোর্ট আছে। PG 760 মাল্টি-ফাংশনাল ডেক্সটপ প্রোগ্রামিং ডিভাইস যাতে ইঞ্জিনিয়ারিং অফিসে বসে সব ধরণের কনফিগারেশন এবং প্রোগ্রামিং কাজ সম্পন্ন করা যায়। হাই লেভেল সিস্টেম পারফর্মেন্স, ফ্লেক্সিবল এক্সপানশন ক্যাপাবিলিটি ও অন্যান্য আরও সুবিধা থাকায় সকল অটোমেশন প্রোজেক্ট করার জন্য এটি আইডিয়াল অফিস টুল। PG/PC রিকুয়ারমেন্ট হার্ডওয়্যার/সফটওয়্যার রিকুয়ারমেন্ট প্রসেসর: Core i3/i5/i7 হার্ডডিস্ক: মিনিমাম ৩০০ মেগবাইট র্যাম: >= ৬৪ মেগবাইট ইন্টার্ফেস: CP 5611 or MPI card or PC-Adapterমেমোরি কার্ডের জন্য প্রোগ্রামিং এডাপ্টর মাউস: ইয়েস অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৭, ১০ STEP7 সফটওয়্যার ইন্সটলেশন ইন্সটলেশন “Setup.exe” সেটআপ ফাইল অপশন বেছে নিতে হবে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে যখন চাইবে অথরাইজেশন ডিস্ক ইনসার্ট করতে হবে যখন চাইবে রি-বুট করতে হবে সফটওয়্যার প্রোটেকশন STEP 7 কপি-প্রটেক্টেড এবং একই সময়ে একটি প্রোগ্রামিং ডিভাইসে ব্যবহার করা যায়। সফটওয়্যার ইন্সটল করার পর সিমেন্স অথরাইজেশন পেনড্রাইভ থেকে হার্ডডিস্কে অথরাইজেশন ট্রান্সফার না করে ব্যবহার করা যাবেনা। STEP 7 V5.0 অথরাইজেশন ছাড়া ব্যবহার করা যায়। কিন্তু নির্দিষ্ট সময় পর ইউজারকে অথরাইজেশন ইন্সটল করার জন্য রিকুয়েস্ট করে। অথরাইজেশন ডিস্কে README.TXT পড়ে নিবেন।ইন্সট্রাকশন ভালভাবে না পড়লে অথরাইজেশন হারানোর চান্স থাকে। সার্ভিস প্যাক সফটওয়্যার সার্ভিস প্যাক ফ্রীতে এই লিঙ্ক থেকে ডাউনলোড করা যায় http://www.ad.siemens.de/simatic-cs