SIMATIC HMI, SIMATIC PC পরিচিতি

SIMATIC HMI:

SIMATIC HMI হচ্ছে সফটওয়্যার এবং হার্ডওয়্যার সলিউশন যা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ভিজুয়ালাইজেশন এবং মনিটরিংয়ের কাজে ব্যবহৃত হয়। এটি ইউজার-ফ্রেন্ডলি ইন্টার্ফেস প্রোভাইড করে যা অপারেটরকে প্রসেস সিস্টেম মনিটর এবং মেশিন, ইকুইপমেন্টের সাথে ইন্টারেক্ট করতে সহায়তা করে।

HMI প্যানেলঃ

 

SIMATIC HMI হচ্ছে ইন্ডাস্ট্রি-গ্রেড হাই কোয়ালিটি টাচ প্যানেল যা অপারেটর এবং মেশিনের মধ্যকার ইন্টার্ফেস। এর ডিসপ্লে হাই রেজুলেশন এবং রোবাস্ট যা বিরুপ কন্ডিশনেও ভাল কাজ করে। প্রসেস ডাটা রিয়াল টাইমে ভিজুয়ালাইজেশন করা যায় যাতে অপারেটর মনিটর এবং কন্ট্রোল করতে পারে।

WinCC (Windows Control Center):

HMI ডেভেলাপ করার জন্য WinCC সফটওয়্যার ব্যবহার করা হয়। এতে অসংখ্য টুলস আছে যা ব্যবহার করে ইন্টারেক্টিভ গ্রাফিক্যাল ইউজার ইন্টার্ফেস(GUI) তৈরি করা যায়।

HMI Comfort প্যানেলঃ

এগুলো এডভান্স HMI ডিভাইস যা এডভান্স ভিজুয়ালাইজেশন, ডাটা লগিং, রেসিপি ম্যানেজমেন্ট, রিমোট এক্সেস ক্যাপাবিলিটি আছে।

 

SIMATIC PC:

অটোমেশন এবং কন্ট্রোল সলিউশনের জন্য সিমেন্স ইন্ডাস্ট্রিয়াল পিসি তৈরি করেছে। ইন্ডাস্ট্রিয়াল এনভারনমেন্টে এই পিসিগুলো রিলায়েবল এবং রোবাস্ট কম্পিউটিং প্লাটফর্ম হিসেবে কাজ করে।

 

ইন্ডাস্ট্রি-গ্রেড ডিজাইনঃ

এটি এমনভাবে তৈরি করা হয় যেন বিরুপ ইন্ডাস্ট্রিয়াল আবহাওয়া যেমন- অতিরিক্ত গরম, ধুলোবালি ও ভাইব্রেশনেও যাতে ভালভাবে পারফর্ম করতে পারে।

পারফর্মেন্স এবং কানেক্টিভিটিঃ

SIMATIC PC পাওয়ারফুল কম্পিউটিং পারফর্মেন্স অফার করে যেখানে বিভিন্ন রকম প্রসেসর থাকে যা অ্যাপ্লিকেশনের প্রয়োজন অনুসারে সিলেক্ট করা যায়। এতে অনেক রকম কানেক্টিভিটি অপশন আছে যেমন- Ethernet, USB, Serial Port । তাছাড়া এতে ফিল্ডবাস ইন্টার্ফেস থাকে যার মাধ্যমে বিভিন্ন অটোমেশন কম্পোনেন্ট ইন্টিগ্রেট করা যায়।

ইন্ডাস্ট্রিয়াল পিসি সফটওয়্যারঃ

SIMATIC PC এর জন্য ডেডিকেটেড সফটওয়্যার প্যাকেজ আছে যেমন-

SIMATIC IPC Image and Partition Creator- সিস্টেম ইমেজিং এবং কনফিগার করার জন্য

SIMATIC IPC DiagBase- ডায়াগনোস্টিক্স এবং মনিটরিংয়ের জন্য

SIMATIC সিস্টেম কম্পাটিবিলিটিঃ

অন্যান্য SIMATIC কম্পোনেন্ট যেমন- পিএলসি, HMI, SCADA সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা যায়।

SIMATIC PC ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনে মেশিন কন্ট্রোল, ডাটা একুইজিশন, ভিজুয়ালাইজেশন এবং মনিটরিংয়ের জন্য রিলায়েবল কম্পিউটিং প্লাটফর্ম হিসেবে কাজ করে।

SIMATIC WinCC:

এটি পাওয়ারফুল সফটওয়্যার প্যাকেজ যা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ভিজুয়ালাইজেশন এবং কন্ট্রোল করার কাজে ব্যবহৃত হয়। এই সফটওয়্যার প্যাকেজের মাধ্যমে হিউম্যান মেশিন ইন্টার্ফেস(HMI) এবং সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডাটা একুইজিশন(SCADA) প্রোগ্রামিং করা যায় যেখানে অপারেটর অটোমেশন সিস্টেম মনিটর এবং কন্ট্রোল করতে পারে।

 

ভিজুয়ালাইজেশনঃ

ইন্টারেক্টিভ গ্রাফিক্যাল ইন্টার্ফেস তৈরি করা যায় যেখানে অপারেটর রিয়াল টাইম প্রসেস ডাটা, অ্যালার্ম, হিস্টোরিক্যাল ডাটা ভিজুয়ালাইজ করতে পারে। এখানে বিভিন্ন রকম ভিজুয়ালাইজেশন অপশন যেমন- গ্রাফ, চার্ট, টেবিল, এনিমেশন ব্যবহার করে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের সুন্দর ভিউ তৈরি করা যায়।

ডাটা একুইজিশন এবং এনালাইসিসঃ

WinCC বিভিন্ন সোর্স যেমন- পিএলসি, ফিল্ড ডিভাইস, কন্ট্রোলার থেকে ডাটা একুইজিশন করতে পারে। প্রসেস করা ডাটা রিপোর্টিং, এনালাইসিস এবং ট্রাবলশুটিং পার্পাসে ষ্টোর করে রাখে। তাছাড়া এডভান্স লেভেলে বিভিন্ন স্ট্যাটিসটিক্যাল ডাটা এনালাইসিস, ডাটা মাইনিং, ব্যাচ রিপোর্টিং কাজ করতে পারে।

অ্যালার্ম ম্যানেজমেন্টঃ

অ্যালার্ম ম্যানেজমেন্ট সিস্টেম প্রোভাইড করার মাধ্যমে অপারেটর যেন অ্যালার্ম রিসিভ করার পর তাড়াতাড়ি রেসপন্স করতে পারে। এখানে অ্যালার্ম প্রায়োরিটি সেট, ইভেন্ট লগিং, নোটিফিকেশন ক্যাপাবিলিটি এবং ক্রিটিক্যাল ইভেন্ট যাতে সময়মত এড্রেস করতে পারে এই সকল বিষয়ে সাপোর্ট দেয়।

কমিউনিকেশন এবং কানেক্টিভিটিঃ

WinCC অনেক রকম কমিউনিকেশন প্রটোকল সাপোর্ট করে যেমন- PROFINET, PROFIBUS, OPC ইত্যাদি সাপোর্ট করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *