অটোক্যাড একটি ডিজাইনিং সফটওয়্যার যা স্ট্রাকচারাল ডিজাইন করতে ব্যবহৃত হয়। ইঞ্জিনিয়ারিং ডিজাইন জগতে যেমন অটোক্যাডের প্রতিদ্বন্দ্বী কোন সফটওয়্যারের জনপ্রিয়তা নেই। এই সফটওয়্যারটি সেই সাথে ফ্যাশন ডিজাইনেও ব্যবহার করা হয়। নিম্নে আমরা অটোক্যাডের ৪ টি কমন ব্যবহার তুলে ধরছি।
- আর্কিটেকচারাল স্ট্রাকচার তৈরি
- আইডিয়া সহজে ভিজুয়ালাইয করতে
- প্রোজেক্টে গ্রুপ কলাবরেসন করতে
- বিস্তর ভাবে ডকমেন্টেসন করতে
১। আর্কিটেকচারাল স্ট্রাকচার তৈরি
অটোক্যাড ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার জগতে প্রফেসনালদের জন্য বহুল ব্যবহৃত সফটওয়্যার। এটি দিয়ে বিল্ডিং, ব্রিজ, মেকানিক্যাল প্রোডাক্ট এর ডিজাইন খুব নিখুঁত ভাবে করা যায়। এই সকল জটিল ডিজাইনে এই সফটওয়্যার ব্যবহারের কারণ হচ্ছে এই সফটওয়্যারের সুবিধা। যা নিম্নে উল্লেখ করা হলঃ
সুবিধাঃ
- যথার্থ পরিমাপঃ কোন স্ট্রাকচারের ডাইমেনসন ঠিক রাখা, অবজেক্ট গুলো নির্ধারিত দূরত্বে স্থাপন, তাদের সারিবদ্ধ করা ইত্যাদি ক্ষেত্রে এই সফটওয়্যার খুব কার্যকরী ভূমিকা পালন করে।
- পেরিমেট্রিক ডিজাইনঃ অর্থাৎ ড্রইং তৈরি করার পর ড্রইং এর বিভিন্ন অংশে পরিবর্তন আনলে পরিবর্তিত অংশের সাথে সম্পর্ক যুক্ত অন্যান্য অংশ যেখানে পরিবর্তন হবে সেখানে সফটওয়্যার স্বয়ংক্রিয় ভাবে পরিবর্তন করে ফেলে।
- স্ট্রাকচারাল এনালাইসিসঃ এটি ইঞ্জিনিয়ারদের কাঠামোর শক্তি ও স্থিতিশীলতা পরীক্ষা করতে সাহায্য করে।
২। আইডিয়া সহজে ভিজুয়ালাইজ করা
এই সফটওয়্যারটি কোন স্ট্রাকচার বা ডিজাইন বাস্তব জগতে কেমন হবে তা অনুধাবন করতে সাহায্য করে। উদাহরণ সরুপ কোন একটি স্থাপত্যের লাইটিং কেমন হবে বা কোন দিকে লাইট সেট করলে ছায়া কোন দিকে পড়বে তা এই সফটওয়্যার থেকে যাচাই করে নেয়া যায়।
৩। প্রোজেক্টে গ্রুপ কোলাবরেসন করা
এই সফটওয়্যারের মাধ্যমে ভিন্ন ভিন্ন স্থানে অবস্থান করে অটোক্যাড ব্যবহারকারী একই প্রোজেক্টে কাজ করতে পারেন এবং তাদের মধ্যে যোগাযোগ রক্ষা করতে পারেন। সেই উদ্দেশে অটোক্যাড যে সুবিধা দিয়ে থাকে তা হলঃ
- ক্লাউড কোলাবরেসনঃ ভিন্ন ভিন্ন স্থান থেকে প্রোজেক্টের সদস্যরা অটোক্যাড ফাইলের এক্সেস নিতে পারেন। এবং প্রত্যেকের দায়িত্ব অনুযায়ী কাজ করে নিজেদের মধ্যে শেয়ার করতে পারেন।
- রিয়েল টাইম শেয়ারিংঃ ব্যবহার কারীদের কেউ প্রোজেক্ট ফাইল আপডেট করলে তাৎক্ষণিক ভাবে প্রত্যেকে আপডেট পেয়ে যান।
- মার্ক-আপ টুলসঃ প্রজেক্ট চলাকালীন এই টুলসের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারেন।
৪। বিস্তর ভাবে ডকমেন্টেসন করতে
ব্লুপ্রিন্ট, কন্সট্রাকসন প্ল্যান এবং টেকনিক্যাল ড্রইং এ ডকুমেন্টেশন তৈরিতে এই সফটওয়্যার এর বিশেষ সুবিধা আছে। যে টুলস গুলো ব্যবহার করে এই সুবিধা গুলো পাওয়া যায় সেগুলো হলঃ
এনোটেসন টুলঃ লেবেল, টেক্সট, সিম্বল যুক্ত করে ড্রইং সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যা এই টুল ব্যবহার করে করা যায়।
ডাইমেনসন টুলঃ ড্রইং এ বিভিন্ন অবজেক্টে পরিমাপ বা মাত্রা যুক্ত করতে অটোক্যাডে এই টুল ব্যবহার হয়।
লেয়ার ম্যানেজমেন্টঃ ড্রইং এর বিভিন্ন অংশ বিভিন্ন লেয়ারে রেখে অরগানাইজ করতে সাহায্য করে
উক্ত সুবিধা গুলোর মাধ্যমে এই সফটওয়্যার ডকুমেন্টেসন সহজ করে।