অটোক্যাডের ফাংশন কি

ভুমিকাঃ 

অটোক্যাড এমন একটি ড্রাফটিং সফটওয়্যার যা 2D এবং 3D ড্রইং করতে ব্যবহার  হয়। জটিল ডিজাইন গুলো করা যেহেতু অনেক সময় সাপেক্ষ ব্যাপার তাই ডিজাইনিং সহজ করার জন্য অটোক্যাডে কিছু শর্টকাট টেকনিকের অপশন রাখা হয়েছে। কিছু ফাংশন কি ব্যবহার করে এই শর্টকাট টেকনিক গুলো ফলো করা যায়। আমরা আজ অটোক্যাডের শর্টকাট ফাংশন কি গুলো নিয়ে আলোচনা করব। 

অটোক্যাডের সেটিংস পরিবর্তন করতে ব্যবহৃত শর্টকাট ফাংশন কি গুলো নিম্নে বর্ণনা করা হল। 

১। F1: এটি প্রেস করলে অটোক্যাডের হেল্প উইন্ডো ওপেন হয়। অর্থাৎ কাজ করার সময় যদি ব্যবহারকারী কোন ফাংশনাল সমস্যার সম্মুখীন হয় তবে অনলাইনে সহায়তা নিয়ার উদ্দেশ্যে হেল্প উইন্ডো ওপেন করতে হয়। 

২। F2: এটি প্রেস করলে পপ-আপ উইন্ডো ওপেন হয়। আর পপ-আপ উইন্ডোতে কমান্ড লাইনে ইনপুট দেয়া কমান্ড হিস্ট্রি দেখা যায়। 

৩। F3: এই কিটি দিয়ে অবজেক্ট স্ন্যাপ অপশন অন এবং অফ করা যায়। অবজেক্ট স্ন্যাপ অপশন চালু থাকলে পূর্বনির্ধারিত অবজেক্টের কিছু পয়েন্ট স্ন্যাপ করা যায়। অর্থাৎ উদাহরণ সরূপ আপনি যদি একটি লাইন ড্র করার জন্য একটি বৃত্তের কেন্দ্র বেছে নেন তবে স্ন্যাপ অপশন ছাড়া আপনি পুরপরি বৃত্তের কেন্দ্রে কার্সর নিয়ে পিক করতে পারবেন না। তাই আপনি যদি আগে থেকে অবজেক্ট স্ন্যাপ সেটিংস ব্যবহার করে বৃত্তের সেন্টার স্ন্যাপের অনুমতি দিয়ে রাখেন তবে সফটওয়্যার আপনাকে বৃত্তের কেন্দ্র পিক করতে সাহায্য করবে যখন আপনি কার্সর বৃত্তের ভেতর নিয়ে যাবেন। 

৪। F4: এই কি দিয়ে একই ভাবে অবজেক্ট স্ন্যাপ অপশন অন এবং অফ করা হয়। তবে এটি থ্রি ডাইমেনসন ওয়ার্ক স্পেসে কাজ করার সময় ব্যবহার হয়। 

৫। F5: এই শর্টকাট কি ব্যবহার করে আইসোপ্লেনে ড্র করা যায়। আইসোপ্লেন হচ্ছে এক্স অক্ষের সাথে ৩০ ডিগ্রি কোনে থাকা একটি তল। 

3D মডেলে 2D আইসোমেট্রিক ভিউ নিয়ে কাজ করার সময় আইসোপ্লেন দিয়ে নিম্নে লিখিত কিছু মুড চালু করা যায়। 

  • অর্থো ডিরেকশন 
  • স্ন্যাপ ওরিয়েন্টেশন 
  • গ্রিড ওরিয়েন্টেশন 
  • পোলার ট্র্যাকিং 
  • আইসোমেট্রিক সার্কেলের ওরিয়েন্টেশন 

৬। F6: এই কি টি ব্যবহার করে ডাইনামিক ইউ.সি.এস. অপশন চালু ও বন্ধ করা যায়। ডাইনামিক ইউ.সি.এস. হল এমন একটি টুল যা দিয়ে আপনি থ্রি ডাইমেনশনের যেকোনো প্লেন বা তলে ড্র করতে পারবেন। অর্থাৎ আমরা জানি যে থ্রি ডাইমেনশনে তিনটি তল থাকে আর ডাইনামিক ইউ.সি.এস. স্বয়ংক্রিয় ভাবে তল গুলতে সুইচ করে। 

৭। F7: এই কি দিয়ে অটোকাডে গ্রিড অন এবং অফ করা যায়। 

৮। F8: এটি দিয়ে অর্থমুড চালু ও বন্ধ করা হয়। অর্থমুড চালু থাকলে সফটওয়্যার কার্সরটিকে শুধু আনুভূমিক ও অভিলম্ব বরাবর সমাবদ্ধ রাখে। ব্যবহারকারীর কার্সর যে দিকেই মুভ করানোর চেষ্টা করুক। 

৯। F9: এই কিটি স্ন্যাপ মুড চালু ও বন্ধ করবে। 

১০। F10: এই কি দিয়ে পোলার ট্র্যাকিং অপশনটি চালু ও বন্ধ করা যায়। পোলার ট্র্যাকিং চালু থাকলে আমরা নির্ধারিত কিছু অ্যাঙ্গেল বা কোণ ট্র্যাক করতে পারি। 

১১। F11: এই কী অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং কমান্ড ব্যবহার করার অনুমতি দেয়। যে কমান্ডটি নির্দিষ্ট বস্তুর বা অজেক্টের অবস্থানে স্ন্যাপ করার অনুমতি দিবে। 

১২। F12: এই কি এর মাধ্যমে আমরা ডাইনামিক ইনপুট অন এবং অফ করতে পারি। ডাইনামিক ইনপুট অন থাকালে কার্সরের পাশে আমরা কোন অংকনরত অবজেক্টের মাত্রা, কার্সরের অবস্থান দেখতে পারি। আবার রিয়েল টাইম ইনপুট দিতে পারি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *